ফোনের পাশাপাশি সস্তায় যদি হেডফোন, ইয়ারফোন পাওয়া যায়, তাহলে কেনার আগ্রহটা একটু বেড়ে যায়। তেমনই সুযোগ আনল সেনহাইজার (Sennheiser)। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেলের ঘোষণা করেছে এই সংস্থা। যেখানে প্রিমিয়াম অডিও প্রোডাক্টগুলি ৫০% পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে। অ্যামাজনে এই সেল শুরু হয়েছে ১৩ জানুয়ারি থেকে। প্রাইম সদস্যরা ১২ জানুয়ারি মধ্যরাত থেকে প্রাথমিক অ্যাক্সেস পাবেন।
এই সেলে সেনহাইজার সংস্থার উচ্চমানের অডিও লাইনআপ যেমন – ওয়্যারলেস ইয়ারবাড, হেডফোন এবং রেকর্ডিং সরঞ্জাম কম দামে কেনা যাবে। যার সাথে ২৪ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই বিকল্প পাবেন এবং অতিরিক্ত ব্যাঙ্ক কার্ড ছাড়ের সুবিধা রয়েছে। এই সেলে উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে MOMENTUM ৪ কপার হেডফোন, যা ১৯,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এটির ব্যাটারি লাইফ ৬০ ঘণ্টা।
এতে পাবেন অ্যাডাপ্টিভ নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা। সম্প্রতি লঞ্চ হওয়া Sennheiser MOMENTUM True Wireless ৪ ইয়ারবাড, যা ৩০ ঘণ্টা প্লেব্যাক টাইম দেয়, সেটি পাওয়া যাবে ১৬,৭৪০ টাকায়। প্রফেশনাল অডিও প্রেমীরা ১০,৯৯০ টাকায় বুম আর্ম ইউএসবি মাইক্রোফোন-সহ প্রোফাইল স্ট্রিমিং সেট কিনতে পারবেন।
এছাড়া এইচডি ৪৯০ প্রো প্লাস ওপেন-ব্যাক স্টুডিও হেডফোন ২৮,৪৯০ টাকায় পাওয়া যাবে। এর পাশাপাশি ৫০ ঘণ্টা ব্যাটারি লাইফ এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সুবিধা-সহ অ্যাকসেন্টাম প্লাস হেডফোনের দাম রয়েছে ১২,৭৪০ টাকা।
আপনি যদি ভাবেন অফার এখানেই শেষ, তাহলে ভুল। কারণ প্রফেশনাল পারফর্মারদের জন্য, Sennheiser XS Wireless ১ Headmic সেটটি মাত্র ২৫,৪৯০ টাকায় পাওয়া যাবে। এটি একটি সহজ ব্যবহারযোগ্য স্টেশনারি রিসিভার সিস্টেমের সাথে ওয়্যারলেস স্বাধীনতা প্রদান করে।