আপনি যদি সাশ্রয়ী মূল্যে সেরা ক্যামেরার কোনো ফোন খুঁজে থাকেন তাহলে ফ্লিপকার্টের মনুমেন্টাল সেলের অফার কাজে লাগাতে পারেন। এই সেলে আপনি বাম্পার অফার সহ ১০৮-মেগাপিক্সেল ক্যামেরার Poco X6 Neo 5G কিনতে পারবেন। এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট মনুমেন্টাল সেলে ১১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। যদিও ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে ১,৫০০ টাকা অতিরিক্ত ছাড়ে এটা কেনা যাবে।
আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে Poco X6 Neo 5G কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক মিলবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ১১,৪৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। ফ্লিপকার্টের এই সেল চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।
Poco X6 Neo 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
পোকো এক্স৬ নিও ৫জি এর সামনে দেখা যাবে ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য ফোনে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে ১০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশসহ হ্যান্ডসেটের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান।
এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পোকো এক্স৬ নিও ৫জি ডিভাইসে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। অপারেটিং সিস্টেমের কথা বললে এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন রয়েছে।