Smartphone Under Rs 7000: আপনি যদি বাজেট সেগমেন্টে সেরা ডিসপ্লে এবং ক্যামেরা ফোন খোঁজ করে থাকেন, তাহলে অ্যামাজনে চলমান গ্রেট রিপাবলিক ডে সেল আপনার ইচ্ছা পূরণ করবে। এই সেলে রিয়েলমির একটি ফোন অতি সস্তায় পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনের নাম Realme Narzo N61। এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৮ টাকা। তবে ১৯ জানুয়ারি পর্যন্ত চলা অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে রিয়েলমি ফোনটি ১,০০০ টাকার কুপন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
এই ডিসকাউন্টের পর Realme Narzo N61 আপনি ৬,৪৯৮ টাকায় কিনতে পারবেন। এছাড়াও পাওয়া যেতে পারে ৩৭৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পুরানো ফোন এক্সচেঞ্জ করেও অতিরিক্ত ডিসকাউন্ট আদায় করে নেওয়া যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ডিভাইসের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Realme Narzo N61 এর ফিচার এবং স্পেসিফিকেশন
রিয়েলমি নারজো এন৬১ হ্যান্ডসেটে ১৬০০×৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৪ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ৫৬০ নিটস। এই ডিভাইসটি ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ উপলব্ধ। এতে ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে, যা ফোনের মোট র্যাম ১২ জিবি পর্যন্ত বাড়িয়ে দেবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর মেমোরি ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক টি৬১২ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, রিয়েলমি নারজো এন৬১ ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলে।