যে ফোন করছে তার নাম পরিচয় স্ক্রিনে ভেসে উঠবে। এদিন এয়ারটেল, বিএসএনএল, জিও এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম কোম্পানিগুলিকে দ্রুত কলার আইডি নেম প্রেজেন্টেশন (CNAP) পরিষেবাটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে টেলিকম বিভাগ। গত বছর থেকে বৈশিষ্ট্যটি পরীক্ষা করা হচ্ছে। ব্যবহারকারীরা যাতে সহজে ইনকামিং কল সম্পর্কে জানতে পারেন তা চালু করতে উদ্যোগী সরকার।
ইটি টেলিকমের এক প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে টেলিকম অপারেটরদের সাথে এক বৈঠকে কলার আইডি নেম প্রেজেন্টেশন (CNAP) পরিষেবায় জোর দিয়েছে টেলিযোগাযোগ বিভাগ। জানানো হয়েছে যে, এই প্রযুক্তিটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে। গুরুত্বপূর্ণ বিষয় হল যে সিএনএপি মূলত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উপকারী হবে। তবে 2G ফিচার ফোন ব্যবহারকারীরা এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন না।
সিএনএপি বাস্তবায়নের পরে, কলকারীর সিম কার্ডের সাথে যুক্ত নামটি প্রাপকের ফোনে প্রদর্শিত হবে। এর অর্থ হল, স্ক্যামাররা পরিচয় গোপন করে যে ভুয়ো কল করে তা এবার কঠিন হবে। উল্লেখ্য, সম্প্রতি, প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) দেশব্যাপী মোবাইল ব্যবহারকারীদের সুরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে। আধার বায়োমেট্রিক যাচাইকরণ ছাড়া নতুন সিম কার্ড ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে।
ইতিমধ্যে টেলিকম বিভাগকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। জাল নথির মাধ্যমে সিম বিক্রি বন্ধ করার লক্ষ্যে এই পদক্ষেপ। আশা করা হচ্ছে, এর ফলে সাইবার প্রতারণা কমবে। প্রসঙ্গত, CNAP হল একটি সম্পূরক পরিষেবা, যা ব্যবহারকারীর ফোনের স্ক্রিনে কলারের নাম দেখানোর জন্য তৈরি করা হয়েছে।
বর্তমানে, Truecaller এবং Bharat Caller ID & Anti Spam-এর মতো থার্ড-পার্টি অ্যাপগুলি কলিং পার্টি নেম আইডেন্টিফিকেশন (CPNI) নামে একই ধরণের পরিষেবা দিয়ে থাকে, যা ক্রাউড-সোর্সড ডেটার উপর নির্ভর করে। কিন্তু তা সবসময় নির্ভরযোগ্য হয় না।