মোবাইল

২৪ হাজার টাকা পর্যন্ত ছাড়ে Samsung Galaxy S24 5G, রিপাবলিক সেলে লোভনীয় অফার

Published on:

Amazing Offer On Samsung galaxy s24 5G Smartphone Check Out Price

আপনি যদি হাই-এন্ড স্যামসাং স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে রিপাবলিক ডে সেলের ফায়দা ওঠাতে পারেন। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজন এখন এই সেলে বিভিন্ন স্মার্টফোনের উপর বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। এমত পরিস্থিতিতে Samsung Galaxy S24 5G এর মতো ফ্ল্যাগশিপ ফোন অনেক কম দামে কেনা যাবে। আজ্ঞে হ্যাঁ! স্যামসাংয়ের এই ফোনটি অ্যামাজনে ২৪,২১০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। আবার ফ্লিপকার্টে ১৮,০৯০ টাকা ছাড়ে কেনা যাবে।

Samsung Galaxy S24 5G এর উপর বাম্পার ডিসকাউন্ট

স্যামসাং গ্যালাক্সি এস২৪ ৫জি ডিভাইসটি ৭৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এই মুহূর্তে অ্যামাজনে ২৪,২১০ টাকা ছাড়ের পরে ফোনটি ৫০,৭৮৯ টাকায় এবং ফ্লিপকার্টে ১৮,০৯০ টাকা ছাড়ের পরে স্মার্টফোনটি ৫৬,৯০৯ টাকায় ফোনটি কেনা যাবে।

WhatsApp Community Join Now

আর উভয় সাইটেই আপনি ব্যাঙ্ক অফারের মাধ্যমে ১,০০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও, আপনি অ্যামাজন থেকে পুরানো ফোন এক্সচেঞ্জ করে গ্যালাক্সি এস২৪ ৫জি কিনলে ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন। তবে এই ডিসকাউন্ট নির্ভর করবে আপনার পুরাতন ফোনের মডেল ও অবস্থার উপর।

Samsung Galaxy S24 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস২৪ ৫জি হল এআই এনাবল হ্যান্ডসেট এবং এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ২৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।

আবার ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস ২। পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৪ ৫জি ফোনে এক্সিনস ২৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন