রিপাবলিক ডে উপলক্ষে Samsung তাদের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Fold 6 ও Galaxy Z Flip 6 এর উপর অফারের ঘোষণা করল। এই অফারে ২০ হাজার টাকা পর্যন্ত সস্তা পাওয়া যাচ্ছে ফোনগুলি। এই ডিভাইস দুটি ছাড়াও সংস্থার স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস কম দামে কেনা যাবে।
২০ হাজার টাকা পর্যন্ত ছাড়
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ লঞ্চ হয়েছিল ১,৬৪,৯৯৯ টাকায়। এটি এখন অফারে ১৫,০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে, যারপর ১,৪৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এই মূল্য ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের। ১৫,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও ২৪ মাসের নো-কস্ট ইএমআই এর সুবিধাও পাওয়া যাবে।
অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ লঞ্চ হয়েছিল ১,০৯,৯৯৯ টাকায়। এটি ২০,০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে, যারপর এটি ৮৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এই মূল্য ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের। এই ডিভাইসটিও ২৪ মাস নো-কস্ট ইএমআই অফার সহ কেনা যাবে।
এছাড়াও স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা স্মার্টওয়াচ ১৮,০০০ টাকা এবং স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ প্রো ইয়ারবাড ৭,০০০ টাকা ছাড়ে পাওয়া যাবে।
Samsung Galaxy Z Fold 6 এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, ১২ জিবি র্যাম পাওয়া যাবে। ফোনটির বাইরের দিকে ৬.৩ ইঞ্চি এইচডি প্লাস (৯৬৮×২৩৭৬ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে আছে। ভিতরের দিকে রয়েছে ৭.৬-ইঞ্চি QXGA+ (১৮৫৬x২১৬০ পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে।
ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল পিক্সেল অটোফোকাস, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এবং এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, এফ/২.২ অ্যাপারচার এবং ১২৩ ডিগ্রি ফিল্ড-অব-ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা উপস্থিত। এছাড়াও এর কভার ডিসপ্লেতে এফ/২.২ অ্যাপারচারসহ ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ইনার স্ক্রিনে এফ/২.৮ অ্যাপারচারের ৪ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।