স্মার্টওয়াচ, ইয়ারবাডের জন্য জনপ্রিয় Noise। এদিন ভারতের প্রথম ইউনিভার্সাল স্মার্ট ট্যাগ লঞ্চ করল কোম্পানি। এটির নাম Noise Tag 1। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ের সাথেই কানেক্ট করা যাবে এই ডিভাইস। কোম্পানির দাবি, স্মার্ট ট্যাগের লক্ষ্য হল, ব্যবহারকারীদের জিনিসপত্র সহজেই ট্র্যাক করতে সাহায্য করা।
এয়ারপোর্ট, স্টেশন বা যেকোনও জায়গায় জিনিসপত্র সহজে ট্র্যাক করার জন্য বানানো হয়েছে এই ডিভাইস। নয়েস ট্যাগ ১, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক এবং আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের ফাইন্ড মাই নেটওয়ার্কের সাথে গুগল ফাস্ট পেয়ার ব্যবহার করে ইন্টিগ্রেশন এবং ট্র্যাকিং সুবিধা প্রদান করবে।
Noise Tag 1: দাম
নয়েজ স্মার্ট ট্যাগের দাম ১,৪৯৯ টাকা। এটি শীঘ্রই প্রি-বুকিং করা যাবে। ২৮ জানুয়ারি থেকে gonoise.com-এর মাধ্যমে বিক্রি শুরু হবে ডিভাইসটির। এই স্মার্ট ট্যাগ আইভরি, মিডনাইট এবং চারকোল রঙে পাওয়া যাবে।
Noise Tag 1: ফিচার ও স্পেসিফিকেশন
এটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয়ের সাথেই কানেক্ট করা যাবে। স্মার্ট ট্যাগের ব্যাটারি লাইফ ১ বছর। রয়েছে ওয়াটারপ্রুফিং IPX4, রিং মোড (৯০ ডেসিবল সাউন্ড), লস্ট মোড, কমিউনিটি ট্র্যাকিং, অগমেন্টেড রিয়েলিটি, নেটওয়ার্ক মোড (ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক ফর অ্যান্ড্রয়েড এবং ফাইন্ড মাই নেটওয়ার্ক ফর iOS)।
অ্যান্ড্রয়েড ফোনে গুগল ফাস্ট পেয়ার প্রযুক্তি, ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক (অ্যান্ড্রয়েড ৯ এবং তার উপরে) ব্যবহার করে কানেক্ট করা যাবে। আর iOS এ অ্যাপলের ফাইন্ড মাই নেটওয়ার্ক দ্বারা ব্যবহার করতে হবে। এটি কেস ট্র্যাকিং কী, লাগেজ, ওয়ালেট, রিমোট এবং ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্র পরিচালনা করতে সাহায্য করবে। ডিভাইসটি কম্প্যাক্ট এবং একাধিক কাজে দক্ষ বলে দাবি করেছে কোম্পানি।