আপনি যদি ফটো তুলতে বা রিলস বানানোর জন্য ভালো ক্যামেরা ফোন খোঁজ করে থাকেন তাহলে Honor 200 Pro 5G কিনতে পারেন। এতে ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও আল্ট্রা লার্জ সেন্সর পাওয়া যাবে। এতে বিশেষ হারকোর্ট পোর্ট্রেট মোড আছে, যা আপনাকে প্রোফেশনাল স্টুডিও-কোয়ালিটি ফটো ক্লিক করতে দেবে। আর অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ডিভাইসটি কম দামে কেনা যাচ্ছে। ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ এটি ১৫,০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে।
Honor 200 Pro 5G কিনুন ১৫,০০০ টাকা ছাড়ে
অনার ২০০ প্রো ৫জি ফোনটি ৩৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু এই মুহূর্তে ডিভাইসটি অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে মাত্র ২৩,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। এর সাথে ২,০০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর স্মার্টফোনটি ২১,৯৯৮ টাকায় কেনা যাবে। আবার ব্যাঙ্ক কার্ড অফারে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড় মিলবে।
অর্থাৎ অনার ২০০ প্রো ৫জি আপনি ২০,০০০ টাকার কমে কিনতে পারবেন। শুধু তাই নয়, আপনার কাছে যদি
পুরানো ফোন থাকে এবং আপনি যদি সেটি এক্সচেঞ্জ করে নতুন অনার ফোনটি কিনতে চান তাহলে ১৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন।
Honor 200 Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
অনারের এই ডিভাইসে আছে ৬.৭৮ ইঞ্চি কোয়াড কার্ভড ফ্লোটিং অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ আছে। অনার ২০০ প্রো ৫জি মডেলে ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
ক্যামেরা সেটআপের কথা বললে, এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল ওআইএস টেলিফোটো সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও পাবেন ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরা ৫০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে।