গাইড

প্যান কার্ড থাকলে পাবেন জরুরি ভিত্তিতে ৫ হাজার টাকা লোন, কীভাবে জেনে নিন

Published on:

Get loan rs 5000 using you pan card know how

Loan on Pan Card: এমার্জেন্সি যেকোনও সময় আসতে পারে। আর তার জন্য পর্যাপ্ত টাকা প্রস্তুত রাখা দরকার। বর্তমান এটা ছাড়া এক মুহূর্ত কাটানো অসম্ভব। অনেকেই লোন নেওয়া একটি ভারী বোঝা হিসাবে মনে করেন। তবে আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে ৫ হাজার টাকার পকেট লোন পেয়ে যেতে পারেন। কীভাবে? আসুন জেনে নেওয়া যাক।

প্যান কার্ড লোন

আর্থিক লেনদেনের জন্য জরুরি প্যান কার্ড। লোন নিশ্চিত করার সময় এটি একটি গুরুত্বপূর্ণ নথি। যার বিপরীতে আপনি ৫ হাজার টাকার অসুরক্ষিত লোন পেতে পারেন। এটি আপনার পরিচয় এবং বিশ্বাসযোগ্যতার প্রমাণ হিসাবে কাজ করবে।

WhatsApp Community Join Now

কীভাবে আবেদন করবেন প্যান কার্ড লোন?

আপনি ডিজিটাল লোন প্রদানকারী অ্যাপ, নন-ব্যাংকিং আর্থিক সংস্থা (NBFC) এবং কিছু ব্যাংকের মাধ্যমে এই ধরনের লোন পেতে পারেন। তবে কোনও ব্যাংক বা NBFC থেকে এই ছোট অংকের লোন নেওয়ার আগে সুদের হার, প্রক্রিয়াকরণ ফি এবং পরিশোধের শর্তাবলী যাচাই করে নিন। পাশাপাশি বিভিন্ন সংস্থার সুদের হার তুলনা করতে পারেন এবং আপনার জন্য সেরা অফারটি বেছে নিতে পারেন।

এর জন্য আধার কার্ড ও প্যান কার্ডের প্রয়োজন হতে পারে। সব যাচাই করে যদি অনুমোদন পাওয়া যায় তাহলে ব্যাংকে ক্রেডিট করা হবে লোনের টাকা। তবে মাথায় রাখবেন, এটির সুদের হার বেশি হতে পারে এবং আপনার ক্রেডিট বা সিবিল স্কোর লোন পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি লোন নেওয়ার আগে কী কী শর্ত রেখেছে সংস্থাটি সেগুলি ভালো করে পরখ করে নেওয়া আবশ্যিক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন