গ্যাজেট

দেখলেই কিনতে ইচ্ছা হবে, Noise লঞ্চ করল দুর্দান্ত দুটি প্রিমিয়াম স্মার্টওয়াচ

Published on:

Noise ColorFit Pro 6 pro 6 max launched in india with many straps price features

নয়েজ আজ ভারতে দুটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল। এই স্মার্টওয়াচগুলির নাম Noise ColorFit Pro 6 এবং Noise ColorFit Pro 6 Max। এদের দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম। উভয় স্মার্টওয়াচে পাওয়া যাবে একাধিক স্পোর্টস মোড, দীর্ঘ ব্যাটারি লাইফ ও ওয়াটারপ্রুফ রেটিং। আসুন এই দুই স্মার্টওয়াচের মূল্য ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Noise ColorFit Pro 6 ও Noise ColorFit Pro 6 Max এর ভারতে দাম

নয়েজ কালারফিট প্রো ৬ মেশ স্ট্র্যাপ, ম্যাগনেটিক স্ট্র্যাপ, ব্রেডেড স্ট্র্যাপ এবং সিলিকন স্ট্র্যাপের সাথে এসেছে। সিলিকন, ম্যাগনেটিক এবং ব্রেইডেড স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। আর এর মেশ স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের জন্য ৬,৪৯৯ টাকা খরচ করতে হবে। ২২ জানুয়ারি থেকে এর প্রি-বুকিং শুরু হবে। আর ২৭ জানুয়ারি থেকে সেল শুরু হবে।

WhatsApp Community Join Now

নয়েজ কালারফিট প্রো ম্যাক্সের কথা বললে, এটি মেটাল স্ট্র্যাপ, ম্যাগনেটিক স্ট্র্যাপ, লেদার স্ট্র্যাপ এবং সিলিকন স্ট্র্যাপ সহ লঞ্চ হয়েছে। এর ম্যাগনেটিক, লেদার ও সিলিকন স্ট্র্যাপের দাম ৭,৪৯৯ টাকা। আবার মেটাল স্ট্র্যাপ ভ্যারিয়েন্টটি কিনতে ৭,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। আজ থেকে এর সেল শুরু হয়েছে।

Noise ColorFit Pro 6 ও Noise ColorFit Pro 6 Max এর ফিচার এবং স্পেসিফিকেশন

নয়েজ কালারফিট প্রো ৬ ম্যাক্স স্মার্টওয়াচে ৪১০x৫০২ পিক্সেল রেজোলিউশন সহ ১.৯৬-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। আর কালারফিট প্রো ৬ মডেলে পাওয়া যাবে ৩৯০×৪৫০ পিক্সেল রেজোলিউশনের ১.৮৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। উভয় ওয়াচ অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার সহ এসেছে। এই স্মার্ট ঘড়িগুলিতে এআই ওয়াচ ফেস এবং এআই কম্প্যানিয়ন ফিচার রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইএন২ প্রসেসর। এগুলিতে হার্ট রেট সেন্সর, SpO2 লেভেল এবং স্ট্রেস সেন্সর উপস্থিত।

নয়েজ কালারফিট প্রো ৬ সিরিজে ১০০টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। ওএসের কথা বললে, ব্লুটুথ কলিং সহ এই ওয়াচগুলি নেবুলা ইউআই ২.০ কাস্টম স্কিনে চলে। কানেক্টিভিটির জন্য এগুলিতে ব্লুটুথ ৫.৩ দেওয়া হয়েছে। ওয়াটারপ্রুফিংয়ের জন্য কালারফিট প্রো ৬ ম্যাক্সে ৫এটিএম সাপোর্ট এবং কালারফিট প্রো ৬ মডেলে IP68 রেটিং আছে। সংস্থার দাবি, একবার চার্জে ৭ দিন পর্যন্ত চলবে এই ওয়াচ দুটি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন