আপনি যদি ফোল্ডেবল স্মার্টফোন প্রেমী হন এবং নিজের জন্য ফোল্ডিং ডিজাইন সহ আসা কোনো ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর। কারণ চলতি বছরে দুটি নয়, তিনটি নয়, চারটি ফোল্ডেবল ডিভাইস আনার প্রস্তুতি নিচ্ছে Samsung। এই চারটি ফোনের মধ্যে একটি ট্রাই-ফোল্ড মডেলও হতে পারে। ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট অনুসারে, নতুন লাইনআপে Galaxy Z Flip 7, Galaxy Z Fold 7, Galaxy Z Flip FE এবং বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি ট্রাই-ফোল্ড অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy Tri-Fold এর ২ লাখ ইউনিট বাজারে আসতে পারে
গত কয়েক বছর ধরেই স্যামসাংয়ের ট্রাই-ফোল্ড মডেল নিয়ে গুঞ্জন চলছে। স্যামসাং গ্যালাক্সি ট্রাই-ফোল্ড ফোনে ৯.৯ থেকে ১০ ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে, যা বর্তমান গ্যালাক্সি জেড ফোল্ড ৬-এর চেয়ে অনেক বড়। আর ট্রাই-ফোল্ড ডিভাইসটির দুই লাখ ইউনিট উৎপাদনের পরিকল্পনা নিয়েছে স্যামসাং।
সস্তায় ফোল্ডেবল স্মার্টফোনও আনতে পারে স্যামসাং
এই দুটি ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোনের পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ এফই মডেল লঞ্চ হতে পারে, অর্থাৎ এস সিরিজের মতো জেড ফোল্ড সিরিজেরও ফ্যান এডিশন আসবে – যার লক্ষ্য ফোল্ডেবল স্মার্টফোনকে আরও সাশ্রয়ী করে তোলা। এই পদক্ষেপটি স্যামসাংকে মোটোরোলা এবং টেকনোর মতো ব্র্যান্ডগুলিকে টেক্কা দিতে সাহায্য করবে।
আগামীকাল লঞ্চ হচ্ছে Samsung Galaxy S25 সিরিজ
স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজ লঞ্চ হবে ২২ জানুয়ারি। এই সিরিজের অধীনে শুরুতে তিনটি ডিভাইস লঞ্চ হতে পারে – স্যামসাং গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। Samsung.com, স্যামসাং নিউজরুম ও স্যামসাংয়ের ইউটিউব চ্যানেলে ভারতীয় সময় রাত সাড়ে ১১টা থেকে দেখা যাবে লঞ্চ ইভেন্ট।