অটোকার

স্মার্টফোনের থেকেও কম দামে ই-বাইক এল বাজারে, 5 বছর ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি

Published on:

alphavector ninety one wolverine x 27 5t e bike launched price 24999

সিঙ্গেল স্পিড ই-বাইক Wolverine X 27 5.T লঞ্চ করল Alphavector Ninety One ব্র্যান্ড। সাইকেলে চেপে যাঁরা নানা জায়গায় রাইডিংয়ে যান বা অ্যাডভেঞ্চার প্রেমী তাঁদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে, বলে দাবি কোম্পানির। ইলেকট্রিক বাই সাইকেলের বাজারে এটি একটি নতুন বিকল্প হিসাবে আনা হয়েছে বলে মত নাইনটি ওয়ান ব্র্যান্ডের। দাম একটি হাই-এন্ড স্মার্টফোনের থেকে কম।

Wolverine X 27 5.T ইলেকট্রিক সাইকেলের দাম ২৪,৯৯৯ টাকা। এটির MRP বা মার্কেট রিটেল প্রাইস ২৯,৯৯৯ টাকা। যার উপর ১৭% ছাড় দেওয়া হচ্ছে। এই দাম আগামীদিনে বাড়তে পারে। এটি কেনা যাবে সরাসরি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে। পাওয়া যাবে ওয়ারেন্টি প্যাকেজও।

WhatsApp Community Join Now

ওয়ারেন্টি প্যাকেজ –

ব্যাটারির উপর : ২ বছর
মোটরের উপর : ১ বছর
ফ্রেমের উপর : ৫ বছর
ইলেকট্রিক উপাদানগুলির উপর : ৬ মাস

Wolverine X 27 5.T ইলেকট্রিক সাইকেলের ফিচার্স

এই ইলেকট্রিক বাইকে শক্তিশালী ৭.৮ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে, যা প্যাডেল অ্যাসিস্ট-সহ ৪০ কিলোমিটারেরও বেশি এবং থ্রটল মোডে ২৫ কিলোমিটারেরও বেশি রেঞ্জ দিতে সক্ষম। রয়েছে উচ্চ-টর্ক, ওয়াটারপ্রুফ ৩৬ ভোল্ট ২৫০ ওয়াট মোটর। সামনের এবং পিছনে রয়েছে ডিস্ক ব্রেক, যা স্বয়ংক্রিয় কাট-অফের জন্য একটি ই-ব্রেক সিস্টেমের সাথে সংযুক্ত।

এই সাইকেলে ৯১ টাফ শক্স সাসপেনশন ফর্ক এবং ২৭.৫ ইঞ্চি x ২.১ ইঞ্চি হাই-ট্র্যাকশন নাইলন টায়ার পাওয়া যাবে। যা বিভিন্ন ভূখণ্ডে একটি আরামদায়ক যাত্রা প্রদান করে। এছাড়াও, মিলবে আইপি৬৬ রেটেড LCD ডিসপ্লে, যেখানে ব্যাটারির অবস্থা এবং প্যাডেল অ্যাসিস্টের মাত্রা দেখা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন