আপনি যদি সেলফি তুলতে পছন্দ করেন এবং নিজের জন্য একটি ভাল সেলফি ক্যামেরা ফোন খোঁজ করে থাকেন, তাহলে Motorola-র একটি ডিভাইস কিনতে পারেন। এই স্মার্টফোনে দুর্দান্ত ক্যামেরা সহ স্ন্যাপড্রাগন প্রসেসর, শক্তিশালী ব্যাটারি ও ভালো ডিসপ্লে আছে। এই হ্যান্ডসেটের নাম Motorola Edge 50 Pro। ফ্লিপকার্টে লিমিটেড টাইম ডিলে ডিভাইসটি ৬৭৫০ টাকা সস্তায় কেনা যাচ্ছে। জল প্রতিরোধী রেটিং সহ এই ফোনে মেটাল ফ্রেম ডিজাইন এবং ভেগান লেদার ফিনিশ সহ ব্যাক প্যানেল উপস্থিত।
Motorola Edge 50 Pro ফোনের উপর আকর্ষণীয় ছাড়
মোটোরোলার মোটো এজ ৫০ প্রো এর ১২ জিবি ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে ৬৭৫০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এর দাম ৩৫,৯৯৯ টাকা। তবে বর্তমানে এটি ফ্লিপকার্টে ২৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। আবার ব্যাঙ্ক অফার সহ মোটোরোলা এজ ৫০ প্রো কেনা যাবে ২৯,২৪৯ টাকায়। স্মার্টফোনটি লাক্স ল্যাভেন্ডার এবং ব্ল্যাক বিউটি কালার অপশনে পাওয়া যাচ্ছে।
শুধু তাই নয়, এটি ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অফার সহ বিক্রি হচ্ছে। আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করে অতিরিক্ত ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
Motorola Edge 50 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন
মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে ১.৫ রেজোলিউশনের ৬.৭ ইঞ্চি পি-ওলেড কার্ভড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ২০০০ নিটস। এই মোটোরোলা স্মার্টফোন ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যায়। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা উপস্থিত। এর মধ্যে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনের প্রধান ক্যামেরা এবং টেলিফটো ক্যামেরা ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করে। সেলফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সাথে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও রয়েছে। সাউন্ডের জন্য ডলবি অ্যাটমসও পাওয়া যাবে।