মুখ্য সংবাদ

ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট করা যাবে লিংক, WhatsApp আনল দরকারি ফিচার

Published on:

Whatsapp-linking-with-facebook-and-instagram-account-for-seamless-sharing-launched

সোশ্যাল মিডিয়া অ্যাপের মধ্যে তিনটি জনপ্রিয় নাম WhatsApp, Facebook এবং Instagram। এবার একটি অ্যাপে স্ট্যাটাস আপডেট করলে অন্য দুই অ্যাপে তা শেয়ার করার সুবিধা আনল মেটা। হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস আপডেট করলে, তা ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন। অর্থাৎ এক ছাতার তলায় পরিষেবাগুলি আনার চেষ্টা করেছে মেটা।

WhatsApp এ নতুন ফিচার : কাদের দরকার পড়তে পারে?

জানা গিয়েছে, এটি অন/অফ করা যাবে। কেউ চাইলে ফেসবুক ও ইন্সটায় শেয়ার করতে পারেন আবার যারা চান না তারা সেটি বন্ধ করে রাখতে পারেন। বর্তমানে প্রচুর ব্যবহারকারী রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ থাকেন। তারা এবার থেকে এক ক্লিকে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফেসবুক ও ইন্সটায় শেয়ার করতে পারবেন। আলাদা করে দুই অ্যাপ ওপেন করে স্ট্যাটাস সিলেক্ট করে সেটি আপলোড করতে হবে না।

WhatsApp Community Join Now

পাশাপাশি, উক্ত অ্যাপগুলিতে লগইন হওয়ার প্রক্রিয়াটিও সহজ করা হয়েছে। শীঘ্রই সকলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ফিচারটি রোল আউট হওয়া শুরু হবে। উল্লেখ্য, এছাড়াও অবতার ও এআই ফিচার শেয়ারিং নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। সেগুলির পরীক্ষা শেষ হলে রোল আউট প্রক্রিয়া শুরু হবে। হোয়াটসঅ্যাপকে আরও মজাদার করে তুলতে এবং অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যে এই ফিচারগুলি আনতে চলেছে মেটা।

কীভাবে লিংক করবেন?

হোয়াটসঅ্যাপ আপডেট করুন। তারপর অ্যাপটি খুলে সেটিংস মেনুতে যান।

অ্যাকাউন্টস সেন্টারে ‘আপনার অ্যাকাউন্ট যোগ করুন’ অপশনে ক্লিক করুন।

যদি না পান তাহলে আপনার কাছে এখনও সেটি পৌঁছয়নি। এবার প্রম্পটগুলি অনুসরণ করুন এবং আপনার মেটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।

আপনি কীভাবে আপডেটগুলি ভাগ করতে চান তা সিলেক্ট করুন, যেমন ফেসবুক বা ইনস্টাগ্রামে WhatsApp স্ট্যাটাস আপডেট সক্ষম করা (ঐচ্ছিক)।

লিংক অফ করার জন্য সেটিংসে পুনরায় যান এবং অ্যাকাউন্টস সেন্টার থেকে সেটি অফ করে দিন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন