টেলিকম

Jio গ্রাহকদের জন্য দুঃসংবাদ, সস্তা এই তিন রিচার্জ প্ল্যানে আর পাওয়া যাবে না ইন্টারনেটের সুবিধা

Updated on:

Reliance Jio to remove data benefits from value prepaid plan rs 189 rs 479 rs 1899

দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance Jio তাদের গ্রাহকদের সস্তায় বেশি সুবিধা সহ বিভিন্ন ধরনের প্ল্যান অফার করে। জিওর কিছু ভ্যালু প্রিপেড প্ল্যান রয়েছে, যেটি কম দামে লম্বা ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানগুলিতে আপনি ডেটা, আনলিমিটেড কল, এসএমএসের সুবিধা পাবেন। কিন্তু শীঘ্রই Jio এই প্ল্যানগুলি থেকে ডেটা বেনিফিট সরিয়ে ফেলতে চলেছে।

বলে রাখি, আজ এয়ারটেলও নীরবে তাদের দুটি প্রিপেড প্ল্যান থেকে ইন্টারনেট সুবিধা বাদ দিয়েছে। অনেকেই মনে করছেন যে, এয়ারটেলের পাশাপাশি জিও-ও শীঘ্রই তাদের ভ্যালু প্ল্যানগুলি থেকে ডেটা বেনিফিট সরিয়ে ফেলবে। এমন পরিস্থিতিতে আপনি যদি সস্তায় আপনার সিম দীর্ঘ সময়ের জন্য সক্রিয় রাখতে চান তবে আজই এই প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন। কারণ আপনি জানেন না জিও কবে এই প্ল্যানগুলি পরিবর্তন করবে।

WhatsApp Community Join Now

আমরা এখানে যে প্ল্যানগুলির কথা বলছি তার দাম ১৮৯৯ টাকা, ৪৭৯ টাকা এবং ১৮৯ টাকা। আসুন এই প্ল্যাঞ তিনটির সুবিধা দেখে নেওয়া যাক।

Jio-র ১৮৯ টাকার প্ল্যান

জিও-র ১৮৯ টাকার প্ল্যানে ব্যবহারকারীরা ২৮ দিনের ভ্যালিডিটি পান। সাথে দেওয়া হয় ২ জিবি হাই-স্পিড ডেটা। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও রয়েছে। আবার ২৮ দিনের জন্য মোট ৩০০টি এসএমএস পাওয়া যাবে। জিওর এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

Jio-র ৪৭৯ টাকার প্ল্যান

জিও-র ৮৪ দিনের সস্তা প্ল্যানের দাম ৪৭৯ টাকা। এই প্ল্যানে মোট ৬ জিবি ডেটা পাওয়া যাবে। ৪৭৯ টাকার এই প্ল্যানে আপনি ৮৪ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং সহ ১০০০ এসএমএস পাঠানোর সুবিধা পাবেন। এখানে জিও অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

Jio-র ১৮৯৯ টাকার প্ল্যান

১৮৯৯ টাকার এই প্রিপেড প্ল্যানে জিও দিচ্ছে ২৪ জিবি হাইস্পিড ডেটার সুবিধা। ডেটা ছাড়াও, এখানে লোকাল এবং এসটিডির জন্য আনলিমিটেড বিনামূল্যে কলিংয়ের সুবিধা রয়েছে। এর পাশাপাশি ৩৬০০ এসএমএসের সুবিধা পাওয়া যায়। জিও-র ১৮৯৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন। এই প্ল্যানের সাথে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন