Tata Punch চার দশক পর মারুতি সুজুকি-কে হারিয়ে গত বছর দেশের সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা দখল করেছে। দেখতে গেলে, ২০২১ সালের অক্টোবরে লঞ্চের পর থেকেই বাজারে সাড়া ফেলে দিয়েছে এই মাইক্রো এসইউভি। এদিন টাটা মোটরস সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছে, এই গাড়ির উৎপাদন ভারতে ৫ লক্ষ ইউনিট টপকে গিয়েছে। ফলে সহজেই টাটা পাঞ্চের জনপ্রিয়তার ইঙ্গিত পাওয়া যায়। বর্তমানে, এটি পেট্রল, সিএনজি, ও ইলেকট্রিক ভার্সনে বিক্রি হয়।
Tata Punch ও Puch.ev: দাম
ভারতের বাজারে টাটা পাঞ্চের পেট্রল সংস্করণের দাম ৫.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে ও টপ ভ্যারিয়েন্টের মূল্য ৯.৭১ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। আবার পাঞ্চ সিএনজি মডেলের দাম শুরু হয়েছে ৭.২৯ লক্ষ টাকা থেকে। আর টপ-স্পেক ট্রিমের মূল্য ৯.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে, পাঞ্চের ইলেকট্রিক ভার্সন অর্থাৎ পাঞ্চ.ইভি ৯.৯৯ লক্ষ টাকা থেকে ১৪.৪৪ লক্ষ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
View this post on Instagram
Tata Punch: স্পেসিফিকেশন
টাটা পাঞ্চের পেট্রল ও সিএনজি সংস্করণ উভয়ই একটি ১.২ লিটার ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়। পেট্রল জ্বালানির ক্ষেত্রে, ইঞ্জিনটি সর্বাধিক ৮৬.৫ হর্সপাওয়ার এবং ১১৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। তবে সিএনজি মোডে টাটা পাঞ্চের পাওয়ার কমে ৭২.৪৯ এইচপি-তে দাঁড়ায়। টর্ক পাওয়া যায় ১০৩ নিউট্রনন মিটার (এনএম)।
Tata Punch.ev ব্যাটারি, রেঞ্জ,পাওয়ার
টাটা পাঞ্চ. ইভি দুই ব্যাটারি প্যাকের বিকল্পে পাওয়া যায় – ২৫ কিলোওয়াট আওয়ার এবং ৩৫ কিলোওয়াট আওয়ার। প্রথমটি ফুল চার্জে ১৯০-২১০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। ছোট ব্যাটারি প্যাকযুক্ত এই ভেরিয়েন্টের আউটপুট ৮০ এইচপি ও ১১৪ এনএম। আরও বড় ব্যাটারি প্যাক থাকার ফলে দ্বিতীয় মডেল থেকে ২৭০ থেকে ২৯০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ মেলে। শক্তিশালী ইলেকট্রিক মোটর ১২০ এইচপি এবং ১৯০ এনএম আউটপুট দেয়।