Samsung Galaxy S25 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল রাতে লঞ্চ হয়েছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি সাধারণত তাদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস-সিরিজের ফোনগুলি ঘোষণার কয়েক সপ্তাহ পরে A সিরিজের নতুন মডেল লঞ্চ করে থাকে। ফলে মনে হচ্ছে, কোম্পানি শীঘ্রই নতুন Galaxy A ফোন বাজারে আনতে পারে। সংস্থা মুখ না খুললেও এক সূত্রের দাবি, Galaxy A36 এবং Galaxy A56 মার্চে রিলিজ হতে চলেছে।
Samsung Galaxy A36 এবং Galaxy A56-এর লঞ্চ টাইমলাইন
জনপ্রিয় ভারতীয় টিপস্টার অভিষেক যাদব বলেছেন, স্যামসাং গ্যালাক্সি এ৩৬ এবং গ্যালাক্সি এ৫৬ মার্চের মাঝামাঝি সময়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। তার মধ্যে ভারতের বাজারও রয়েছে। যেহেতু সংস্থার ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৫ সিরিজ সদ্য লঞ্চ হয়েছে, তাই স্যামসাং ফেব্রুয়ারি থেকে গ্যালাক্সি এ৫৬ এবং গ্যালাক্সি এ৩৬ মডেল দুটির লঞ্চ টিজ করবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy A36 স্পেসিফিকেশন (সম্ভাব্য)
স্যামসাং গ্যালাক্সি এ৩৬ সম্পর্কে খুব বেশি তথ্য উপলব্ধ নেই। বিভিন্ন সূত্র থেকে প্রকাশিত স্পেসিফিকেশন সম্পর্কিত রিপোর্ট অনুযায়ী, এতে একটি ৬.৬৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন ও ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে। এছাড়া, সিঙ্গেল ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ বা ৭এন জেন ২ চিপসেট, ৪৫ ওয়াট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy A56 স্পেসিফিকেশন (সম্ভাব্য)
স্যামসাং গ্যালাক্সি এ৫৬-এর স্পেসিফিকেশনের মধ্যে থাকতে পারে ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস ১৫৮০ প্রসেসর, ৮ জিবি / ১২ জিবি র্যাম, ১২৮ জিবি /২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট চার্জিং, ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ১২ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) + ৫ মেগাপিক্সেল (ম্যাক্রো) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।