গ্যাজেট

স্মার্টফোনের পর এবার HTC এর এই ব্যবসাও কিনে নিল Google, চাপে পড়বে Apple

Published on:

Google acquires htc xr headset units 250 million deal

গুগলের সাথে নতুন চুক্তি করল HTC। এই চুক্তিতে তাইওয়ানিজ কোম্পানিটি তাদের এক্সআর হেডসেট (XR Headset) ইউনিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। গুগল ও এইচটিসির এই চুক্তির প্রভাব পড়তে পারে অ্যাপলের মার্কেট শেয়ারে। এইচটিসির এক্সআর হেডসেট ইউনিট কিনে নিতে গুগলের ব্যয় করতে হবে ২৫০ মিলিয়ন ডলার (প্রায় ২,১৫৬ কোটি টাকা)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে। এইচটিসি জানিয়েছে, গুগলের সঙ্গে এই বছরের প্রথম কোয়ার্টারে চুক্তি সম্পন্ন হবে। এর আগে ২০১৭ সালে এইচটিসি তাদের স্মার্টফোন অপারেশন গুগলের কাছে বিক্রি করে দিয়েছিল।

২০১৭ সালে প্রথম বড় চুক্তি

২০১৭ সালে গুগলের সঙ্গে এইচটিসির ১০০ কোটি ডলারের চুক্তি হয়েছিল। এই চুক্তিতে, কোম্পানি তাদের স্মার্টফোন ইউনিটের অপারেশন গুগলের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। উল্লেখ্য, ২০১০ এর দশকে, এইচটিসি তাদের টাচস্ক্রিন স্মার্টফোনের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় ছিল। নোকিয়া এবং ব্ল্যাকবেরির মতো, এইচটিসিও চীনা কোম্পানিগুলির ফোন বাজারে আসার পর থেকে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে, যার পরে এইচটিসি গুগলের কাছে তার স্মার্টফোন অপারেশন বিক্রি করে।

WhatsApp Community Join Now

অ্যান্ড্রয়েড এক্সআর মার্কেট

গুগল এক বিবৃতিতে বলেছে যে, এই চুক্তিটি অ্যান্ড্রয়েড এক্সআর প্ল্যাটফর্মের উন্নয়নে একটি মাইলফলক হিসাবে প্রমাণিত হবে। সংস্থাটি হেডসেট এবং স্মার্টওয়াচ ইকোসিস্টেম শক্তিশালী করতে চাইছে। একই সঙ্গে এইচটিসির ভাইস প্রেসিডেন্ট লু চিয়া বলেছে, তারা গুগলকে লাইসেন্স বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি হবে নন-এক্সক্লুসিভ লাইসেন্সের মতো। এটি বাইআউট এবং একচেটিয়া লাইসেন্স নয়। এইচটিসি ভবিষ্যতে এটি ব্যবহার করতে পারে।

অ্যাপল ও মেটার আধিপত্য

অ্যাপল ও মেটার ভিআর অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট বিশ্ববাজারে বেশ জনপ্রিয়। আইডিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে অ্যাপল ভিশন প্রো’র মার্কেট শেয়ার ২০২৩ সালের তুলনায় বেড়েছে। বর্তমানে ৫৫.২ শতাংশ মার্কেট শেয়ার আছে অ্যাপলের দখলে। তবে মেটা কোয়েস্ট ৩ কেও মানুষ পছন্দ করছে, যা অ্যাপলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে। আর গুগল এই বাজারে প্রবেশ করলে প্রতিযোগিতা আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন