ক্যামেরা বিভাগে বিশ্বের জনপ্রিয় কোম্পানি Canon। তারা আজ ৪১০ মেগাপিক্সেল ফুল ফ্রেম ক্যামেরা সেন্সর লঞ্চ করল। কোম্পানির দাবি, ৩৫ মিলিমিটার ফুল ফ্রেম সেন্সরের ক্ষেত্রে এটি দুনিয়ার সবথেকে বড় পিক্সেল। অনেকে বলে থাকেন, মেগাপিক্সেল বেশি হলে যে ক্যামেরা ভালো হবে তার কোনো যুক্তি নেই। কিন্তু, এ কথা অস্বীকার করার জায়গা নেই যে ভালো রেজোলিউশন, শট পেতে উচ্চ মানের মেগাপিক্সেল দরকার হয়। সেটা স্মার্টফোন হোক বা DSLR।
এই সেন্সর নির্দিষ্ট কয়েকটি কাজের ক্ষেত্রে উপযোগী বলে জানিয়েছে ক্যানন। অর্থাৎ চূড়ান্ত কোনো রেজোলিউশনে শুট করতে হলে তখন লাগবে এই সেন্সর, বিশেষ করে নজরদারি এবং ওষুধের ক্ষেত্রে। জানলে অবাক হবেন, ৮ কে রেজোলিউশনের তুলনায় ১২ গুন এবং ফুল HD এর তুলনায় ১৯৮ গুন ভালো পারফরম্যান্স দিতে পারে এই সেন্সর। এতে রয়েছে ২৪ কে রেজোলিউশন।
ক্যাননের আরও দাবি, এটি প্রতি সেকেন্ডে ৩০-৮০ মেগাপিক্সেল রিডআউট স্পিড স্পর্শ করতে পারে। প্রতি সেকেন্ডে ৮টি ফ্রেমে ভিডিয়ো রেকর্ড করা যাবে। পাশাপাশি, উজ্জ্বল আলোতেও দুর্দান্ত পারফরম্যান্স দিতে সক্ষম। উজ্জ্বল আলোর মধ্যেও ২৪ FPS এ ১০০ মেগাপিক্সেল ভিডিয়ো ক্যাপচার করতে সক্ষম এই সেন্সর, যা এক কথায় অভূতপূর্ব। এটি বিশেষ কাজেই একমাত্র ব্যবহার করা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
যে কারণে এই সেন্সর বাণিজ্যিক ক্যামেরাগুলিতে ব্যবহার করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে আগ্রহীরা চাইলে এই সেন্সরের অভিজ্ঞতা নিতে পারেন। তার জন্য যেতে হবে আমেরিকার সান ফ্রান্সিস্কো। এই শহরে অবস্থিত SPIE ফটোনিক ওয়েস্ট, ক্যানন বুথ সেন্টারে ২৮-৩০ জানুয়ারি একটি কনফারেন্স আয়োজন করা হচ্ছে। যেখানে দেখানো হবে সেন্সরটি।