মুখ্য সংবাদ

সবাই পাবে সরকারি সুবিধা! ফোনে আগে থেকেই ইন্সটল থাকবে সরকারি অ্যাপ, বড় নির্দেশ

Published on:

Govt orders google apple to pre install government apps in Smartphone

ফোন কেনার সময় দেখা যায় অনেক অ্যাপ আগে থেকেই ইন্সটল করা থাকে। এর মধ্যে বেশিরভাগ মোবাইল ফোন যে কোম্পানি বানিয়েছে এবং যে সফটওয়্যার রয়েছে তাতে (যেমন অ্যান্ড্রয়েড হলে গুগল ও আইওএস হলে অ্যাপল) তাদের অ্যাপ ইন্সটল করা থাকে। এবার তার সঙ্গে সরকারি অ্যাপগুলিও আগে থেকে ইন্সটল করে রাখার নির্দেশ দেওয়া হল গুগল এবং অ্যাপলকে।

এই মর্মে দুই কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। ব্যবহারকারীরা যাতে সরকারি অ্যাপগুলির নিয়ন্ত্রণ পায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে এই ধরনের অ্যাপের জন্য আলাদা একটি অ্যাপ স্টোর বা কোনো সেকশন চালু করতে পারে গুগল এবং অ্যাপল।

WhatsApp Community Join Now

ব্যবহারকারীরা যাতে উন্নত প্রযুক্তির দ্বারা জনকল্যাণমূলক পরিষেবার নাগাল পান, সেই প্রচেষ্টা করা হচ্ছে। সরকারের প্রস্তাব, একটি অ্যাপ স্যুট চালু করা হোক এবং কোনও সতর্কতা ছাড়াই থার্ড পার্টি সোর্স থেকে ডাউনলোড করা যায় তা নিশ্চিত করা হোক। সূত্রের দাবি, ফোন বাজারে আসার আগেই সেটি প্রি-ইন্সটল থাকে এমনটাই বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

কেন্দ্রীয় অধিকারিকেরা অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে, রাষ্ট্র-সমর্থিত GOV.in অ্যাপ স্টোর অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন। তবে গুগল এই অনুরোধ কতটা মানতে পারে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেশে প্রায় ৭০ কোটির বেশি স্মার্টফোন হল অ্যান্ড্রয়েড, অর্থাৎ গুগল পরিচালিত। গুগল ছাড়া অ্যাপলও এই পদক্ষেপ আদৌ স্বাগত জানাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

তবে কোম্পানিগুলির সঙ্গে বৈঠকে অনুরোধ মেনে চলার জন্য নীতিগত আদেশ বা আইনি ব্যবস্থা ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন