অটোকার

মারুতির গাড়ি খুলে বানানো হল আস্ত ট্রাক্টর! চাষীর দেশি জুগাড় দেখে চোখ কপালে উঠবে

Published on:

maruti-suzuki-wagonr-tractor-modification-india

ভারতের সবথেকে জনপ্রিয় গাড়িগুলির মধ্যে একটি Maruti Suzuki WagonR। ২৫ বছর ধরে এই চার চাকা বিক্রি হচ্ছে দেশে। প্রথম লঞ্চ হয়েছিল ১৯৯৯ সালে। এর আগেও মারুতির একাধিক গাড়ি মডিফিকেশন করা হয়েছে। সেই ছবি ও ভিডিয়ো দারুণ সাড়া ফেলেছিল সোশ্যাল মিডিয়া। এদিন মারুতি ওয়াগনআর-কে মডিফাই বানিয়ে ফেলা হল আস্ত একটা ট্রাক্টর।

সম্প্রতি এক ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এক গ্রামবাসী এই গাড়িকে চাষের কাজে ব্যবহার করার জন্য সেটি মডিফাই করে ট্রাক্টটর বানিয়েছেন। এটি করার জন্য গাড়ির পিছনের অর্ধেক অংশ সরিয়ে একটি ট্রাক্টরের লোড সেকশন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। এটি করার ফলে একটি হাইব্রিড গাড়ি তৈরি হয়, যার আংশিক অংশ ওয়াগনআর এবং আংশিক অংশ ট্রাক্টর।

WhatsApp Community Join Now

জানা গিয়েছে, ওই গ্রামবাসী দিল্লি থেকে একটি পুরনো ওয়াগনআর কিনে কৃষিকাজের জন্য রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন। গাড়ির পিছনের অংশটি সরিয়ে ফেলার পাশাপাশি, পিছনের আসনগুলিও সরিয়ে ফেলা হয়েছে। যার ফলে গাড়িতে মাত্র দুজন যাত্রীর জন্য জায়গা বাকি রয়েছে। এই অদ্ভুত মডিফিকেশনটি প্রমাণ করে যে চাহিদা পূরণের জন্য ভারতীয়দের সৃজনশীলতা এবং দক্ষতার কোন স্তর অবধি যেতে পারে।

এই ধরনের মডিফিকেশন যে বিরল তা বলার অপেক্ষা রাখে না। এটি প্রমাণ করে যে গাড়িগুলি মডিফাই করে পুনর্ব্যবহার করা হলে কতটা বহুমুখী হতে পারে। প্রসঙ্গত, মারুতি সুজুকি ওয়াগনআর বর্তমানে পেট্রল ও CNG মডেলে বিক্রি হয় দেশে। এটি সবথেকে কম দামি গাড়িগুলির মধ্যে একটি। বর্তমানে, SUV এর জমানা হলেও, ওয়াগনআরের চাহিদা অবাক করার মতো।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন