মোবাইল

7,000mAh ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা নিয়ে বাজারে এন্ট্রি নিচ্ছে Realme Neo 7 SE

Published on:

realme neo 7 se specifications tenaa listing key details

রিয়েলমি তাদের পারফরম্যান্স-কেন্দ্রিক মিড-রেঞ্জ স্মার্টফোন লাইনআপে একটি নতুন মডেল যুক্ত করতে চলেছে। সংস্থার Neo সিরিজের দ্বিতীয় ফোন হিসাবে তাড়াতাড়িই বাজারে আসতে চলেছে Realme Neo 7 SE। এটি পাওয়ারফুল MediaTek Dimensity 8400 Ultra চিপসেটের সাথে ফেব্রুয়ারি মাসে চীনে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ফোনটিকে ইতিমধ্যেই 3C এবং MIIT-এর মতো সার্টিফিকেশন সাইটগুলিতে খুঁজে পাওয়া গিয়েছে। এখন চীনের TENAA সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

Realme Neo 7E স্পেসিফিকেশন

টেনা লিস্টিং অনুযায়ী, রিয়েলমির এই আপকামিং স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এটি ১.৫কে রেজোলিউশন (২৭৮০x১২৬৪ পিক্সেল) এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফ্রন্টে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট পাওয়া যাবে। ফোনটি ৮.৫৬ মিমি পাতলা এবং ওজন ২১৩ গ্রাম। এটির ওজন এবং পরিমাপ রিয়েলমি নিও ৭ মডেলটির প্রায় সমান।

WhatsApp Community Join Now

ফটোগ্রাফির জন্য, Realme Neo 7 SE-এর ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান — ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল সেন্সর। দ্বিতীয় ক্যামেরাটি আলট্রাওয়াইড বলে অনুমান করা হচ্ছে। ফোনের সামনে মিলবে ৮ মেগাপিক্সেলের একটাই ক্যামেরা। ডিভাইসটি ৮ জিবি / ১২ জিবি / ১৬ জিবি /২৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে।

ফোনটির লিস্টিংয়ে ৬,৮৫০ এমএএইচ ব্যাটারি উল্লেখ আছে। যদিও ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটি হিসাবে মার্কেটিং করা হবে। এটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এছাড়া, Realme Neo 7 SE ইনফ্রারেড, ফেস রিকগনিশন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে আসতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন