আপনি যদি ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে সেরা পারফরম্যান্স এবং দুর্দান্ত ক্যামেরার কোনো ফোন খোঁজ করে থাকেন, তবে ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেল থেকে কম দামে Realme 12 Pro + 5G কিনতে পারেন। এতে আছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। ফ্লিপকার্টের সেল চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এই সেলে এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। আবার ২ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।
এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে মিলবে ৫ শতাংশ ক্যাশব্যাক। মাসিক কিস্তি দিয়েও Realme 12 Pro + 5G কেনা যাবে, এর ইএমআই শুরু হবে ৮৭৯ টাকা থেকে। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে ২৪,০৫০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
ফিচার ও স্পেসিফিকেশন
রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি ফোনে ২৪১২ x ১০৮০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ কার্ভড ভিশন ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। এতে ২৪ জিবি পর্যন্ত ডায়নামিক র্যাম সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ৬৪ মেগাপিক্সেল লেন্স তৃতীয় সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।