অটোকার

মেড-ইন-ইন্ডিয়া ইলেকট্রিক গাড়ি বিশ্বের একশোটি দেশে বিক্রি করবে মারুতি সুজুকি

Published on:

meet-electric-suv-exported-to-100-countries-from-india-not-mahindra-or-tata

দেশে ইলেকট্রিক গাড়ির বাজারে টাটাদের মার্কেট শেয়ার সবথেকে বেশি। মাহিন্দ্রাও একাধিক ব্যাটারি চালিত গাড়ি হাজির করেছে দেশে। কিন্তু, আজ যে ইলেকট্রিক গাড়িটির কথা বলতে চলেছি সেটি ভারত থেকে ১০০টি দেশে রফতানি করা হবে। আর এটি টাটা বা মাহিন্দ্রার তৈরি গাড়ি নয়। এক চার্জে ৫০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে গাড়িটি। ভাবছেন কী এমন গাড়ি? তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই মাইলস্টোন অর্জনের লক্ষ্য নিয়েছে Maruti Suzuki।

দেশের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি সম্প্রতি দেশে তাদের প্রথম ইলেকট্রিক SUV e Vitara নিয়ে এসেছে। আর এই গাড়িটি বিশ্বের ১০০টি দেশে বিক্রি করা হবে বলে দাবি করেছে কোম্পানি। জাপান এবং ইউরোপ-সহ একাধিক দেশে রফতানি করা হবে ই-ভিটারা। জানা গিয়েছে, গুজরাতে এই চার চাকা উৎপাদন করবে মারুতি সুজুকি।

WhatsApp Community Join Now

আরও একটি আকর্ষণীয় বিষয় হল, Fronx এবং Baleno এর পর এটি তৃতীয় মেন-ইন-ইন্ডিয়া গাড়ি হবে যা জাপানে বিক্রি করবে মারুতি। তাও আবার সম্পূর্ণ ইলেকট্রিক। কথায় আছে ধৈর্য্যর ফল মিষ্টি হয়। ইলেকট্রিক গাড়ি বাজারে মারুতির দেরিতে প্রবেশ করা নিয়ে অনেকেই নানা রকম মন্তব্য করেছিলেন। কিন্তু, এই গাড়ি যখন ১০০টি দেশের রাস্তায় পা রাখবে তখন এটি একটি অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হবে, তা বলার অপেক্ষা রাখে না।

গুজরাতে বার্ষিক ৭,৫০,০০০ ইউনিট উৎপাদন করার লক্ষ্যমাত্রা রেখেছে কোম্পানি। উল্লেখ্য, Maruti Suzuki e Vitara গাড়িতে রয়েছে ৪৯ কিলোওয়াট আওয়ার ও ৬১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের বিকল্প। কোম্পানির দাবি, এই গাড়ির রেঞ্জ ফুল চার্জে ৫০০ কিলোমিটার। দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে বাজারে জল্পনা, এটির দাম শুরু হতে পারে ১৮ লক্ষ টাকা থেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন