এআইয়ের দৌড়ে কে সেরা হবে বা কে নেতৃত্ব দেবে তা নিয়ে ধুন্ধুমার লড়াই চীন ও আমেরিকার মধ্যে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এনেছে মেটা এআই, ওপেনএআই (চ্যাটজিপিটি), মাইক্রোসফট কোপাইলট, গুগল জেমিনির মতো মডেল, অন্যদিকে চিন সম্প্রতি হাজির করেছে ডিপসিক আর১ এআই। এই লড়াইয়ে জায়গা করে নিতে এবার ভারতও নিজস্ব এআই মডেল আনতে চলেছে, বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
চীনের ডিপসিক আর১ এআই অন্যান্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের তুলনায় উন্নত এবং সস্তা বলে দাবি করেছে কোম্পানি। যদিও ওপেনএআইয়ের পাল্টা দাবি, ডিপসিক তাদের প্রযুক্তির নকল করেছে। এই সব আলোচনায় এখনও পর্যন্ত জমি শক্ত করতে পারিনি ভারত। তবে সেই অপেক্ষার অবসান হবে শীঘ্রই। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, আগামী ১০ মাসের মধ্যে নিজস্ব এআই মডেল প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানিয়েছেন যে, ভারত নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) তৈরির কাজ শুরু করে ফেলেছে। এই উদ্যোগকে সমর্থন করার জন্য ১৮,০০০ উচ্চমানের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) দিয়ে সজ্জিত ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে যদি তুলনা করি, তাহলে ডিপসিক এআই বর্তমানে ২০০০টি জিপিইউ ব্যবহার করে এবং ওপেনএআই ব্যবহার করে ২৫,০০০ জিপিইউ।
কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেছেন যে, ভারতীয় প্রেক্ষাপট এবং সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এআই মডেল তৈরির উপর মনোযোগ দেওয়া হবে। এর অর্থ হল, দেশীয় এআই মডেল স্থানীয় ভাষা এবং ব্যবহারকারীর চাহিদা পূরণ করবে। লক্ষ্য, হিন্দি ছাড়াও সংস্কৃত, তামিল, তেলেগু, মারাঠি এবং বাংলা ভাষাগুলিকে সমর্থন করা।