মোবাইল

এক হাতেই ব্যবহার করা যাবে Apple ফোল্ডেবল iPhone, ডিসপ্লে সাইজ ফাঁস হল

Published on:

Apple Foldable iPhone display size revealed prototype in works

ফোল্ডেবল আইফোনের জন্য দীর্ঘদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছে Apple ভক্তরা। তবে আমেরিকার টেক জায়ান্টটি এখনও ফোল্ডেবল আইফোন সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। যদীও চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে ডিজিটাল চ্যাট স্টেশন নামে এক টিপস্টার জানিয়েছেন যে, অ্যাপল বর্তমানে আগ্রহের সঙ্গে Foldable iPhone এর প্রোটোটাইপ পরীক্ষা করছে। এতে কমপ্যাক্ট আউটার স্ক্রিন এবং মাঝারি সাইজের ইনার ডিসপ্লে থাকতে পারে।

Foldable iPhone এর স্ক্রিন সাইজ ফাঁস

ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন, যে প্রোটোটাইপটি পরীক্ষা করা হচ্ছে তাতে ৫.৪৯ ইঞ্চি বাইরের ডিসপ্লে এবং ৭.৭৪ ইঞ্চি ভিতরের ডিসপ্লে আছে। যদি এই তথ্যটি সঠিক হয় তাহলে বলা যায় অ্যাপলের ফোল্ডেবল আইফোন, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এবং গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ডের মতো প্রতিযোগীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট হবে।

WhatsApp Community Join Now

ভিতরের ৭.৭৪-ইঞ্চি স্ক্রিন “বিগ ফোল্ড” বিভাগে একে সবচেয়ে কমপ্যাক্ট ফোল্ডেবল মডেলগুলির মধ্যে একটি করে তুলবে। এর আগে অর্থাৎ ২০২২ সালে আমরা ওপ্পো ফাইন্ড এন ২ ডিভাইসে ৫.৫৪ ইঞ্চি কভার স্ক্রিন এবং ৭.১ ইঞ্চি ভিতরের স্ক্রিন দেখেছিলাম।

এর আগে গুজব ছড়িয়েছিল যে অ্যাপল ক্ল্যামশেল ডিজাইনের পরিবর্তে “বুক-স্টাইল” ফোল্ডেবল নিয়ে কাজ করছে। এই স্টাইল আরও ইউটিলিটি অফার করবে এবং ব্যবহারকারীদের ফোন এবং ট্যাবলেটের মতো ফারাক কমিয়ে আনবে।

সফ্টওয়্যার অপ্টিমাইজেশানের উপরেও অ্যাপলের ফোকাস থাকবে। আবার এর কার্ভড এজ ডিসপ্লে বিভিন্ন অ্যাপ যথাযথ ব্যবহার করতে দেবে। আপাতত এই তথ্যগুলিই ডিভাইসটি সম্পর্কে সামনে এসেছে। আশা করা হচ্ছে যে, অ্যাপলের ফোল্ডেবল আইফোন ২০২৬ সালে লঞ্চ হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন