ইনফিনিক্স মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে, যার নাম Infinix Note 50। সম্প্রতি এই সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। লঞ্চের তারিখটি সংস্থার ইন্দোনেশিয়ায় সাইটে প্রকাশ করা হয়েছে। আগামী মাসের শুরুতেই এই সিরিজের ডিভাইসগুলি বাজারে এন্ট্রি নেবে। আসুন Infinix Note 50 সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
ইনফিনিক্স ইন্দোনেশিয়ার ইনস্টাগ্রাম পেজে টিজার পোস্টার শেয়ার করে জানানো হয়েছে, মার্চের প্রথম সপ্তাহে লঞ্চ হবে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ। ৩ মার্চ এই লাইনআপের অধীনে নোট ৫০ এবং নোট ৫০ প্রো নামে দুটি মডেল বাজারে আসবে। নতুন ডিভাইসগুলিতে থাকবে বিশেষ এআই প্রযুক্তি সাপোর্ট।
সার্টিফিকেশনের ওয়েবসাইটে উপস্থিত হয়েছে Infinix Note 50 Pro
চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার এসডিপিপিআই সার্টিফিকেশন প্ল্যাটফর্মে ইনফিনিক্স নোট ৫০ প্রো মডেলকে দেখা যায়। এর আগে ডিভাইসটি এফসিসি ডেটাবেসেও উপস্থিত হয়। জানা গিয়েছে ফোনটি ৯ মিমি পুরু হবে। এতে NFC, ডুয়েল-ব্যান্ড WiFi, এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এছাড়া একটি টিজার ভিডিওতে গেছে যে এই ডিভাইসের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। তবে এর ক্যামেরা সেন্সর বা চিপসেট সম্পর্কে কোনো তথ্য এখনও সামনে আসেনি।
উল্লেখ্য, Infinix Note 50X, Note 50, Note 50 Pro এবং Note 50 Pro+ 5G এর মতো মডেলগুলি নোট সিরিজে অন্তর্ভুক্ত থাকতে পারে।