Hero MotoCorp সদ্য শেষ হওয়া ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে একঝাঁক বাইক ও স্কুটার লঞ্চ করেছে। তার মধ্যে অন্যতম নজরকাড়া মডেল হল Xoom 125। এটি হিরোর ১২৫ সিসির প্রথম স্পোর্টি স্কুটার ও TVS Ntorq-এর মতো জনপ্রিয় স্কুটিকে টেক্কা দিতে আনা হয়েছে। দাম ৮৬,৯০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। এখন, হিরো ঘোষণা করেছে যে তারা দুই চাকার এই গাড়ির ডেলিভারি মার্চ মাস থেকে শুরু করবে। বুকিং চালু হবে ফেব্রুয়ারিতে।
Hero Xoom 125-এর অন্যতম আকর্ষণ হল ১৪ ইঞ্চি চাকা। কোম্পানি মনে করছে ১৪ ইঞ্চি চাকাযুক্ত স্কুটারগুলির জন্য একটি বড় বাজার রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, Ntorq 125-কে টিভিএস স্পোর্টি স্কুটার হিসাবে বাজারজাত করলেও, Xoom 125 মডেলটিকে আরবান স্টাইলিশ স্কুটার হিসাবে পজিশন করছে। বর্তমানে Xoom 110 নামে যে স্কুটার বিক্রি হয়, তারই উন্নত ও বড় সংস্করণ হল এটি।
স্কুটারের সামনের দিকটি বেশ তীক্ষ্ণ, ও এতে এলইডি লাইট, মসৃণ সাইড ও টেইল সেকশন রয়েছে। বডি প্যাডেলে প্রচুর কাট ও ক্রিজ দেখা যায়। হিরো জুম ১২৫ একটি ১২৪.৬ সিসি এয়ার-কুলড ইঞ্জিনে ছুটবে, যা ৯ হর্সপাওয়ার এবং ১০.৪ এনএম টর্ক তৈরি করবে। ইঞ্জিনটি সিভিটি গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা হয়েছে।
হিরো জুম ১২৫ স্কুটারের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি ও টার্ন-বাই-টার্ন নেভিগেশন সহ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সঙ্গে মিলবে এলইডি টার্ন ইন্ডিকেটর। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক ইউনিট বর্তমান। সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।