ভারতে লঞ্চ হল নতুন ইলেকট্রিক স্কুটার। এদিন Komaki Electric Vehicle SE রেঞ্জে নতুন মডেল প্রকাশ করা হল। দাম শুরু ৬৭,৯৯৯ টাকা থেকে। এই রেঞ্জে তিনটি মডেল লঞ্চ করা হয়েছে। Komaki MG প্রো ইলেকট্রিক স্কুটারের উপর ভিত্তি করে এই মডেলগুলি বানানো হয়েছে। কী ফিচার্স, রেঞ্জ এবং কত দামে লঞ্চ করা হয়েছে আসুন জেনে নেওয়া যাক।
Komaki SE ইলেকট্রিক স্কুটারের দাম
কোমাকি ইলেকট্রিক ভেহিকেল তিনটি ব্যাটারি স্কুটার লঞ্চ করেছে। যেগুলি হল – SE Pro, SE Ultra এবং SE Max। দাম যথাক্রমে ৬৭,৯৯৯ টাকা, ৭৬,৯৯৯ টাকা এবং ১,১০,০০০ টাকা। মনে রাখবেন, এই সব মূল্য এক্স-শোরুম।
রেঞ্জ ও ফিচার্স
SE আলট্রা এবং SE ম্যাক্স মডেলে রয়েছে LiPo4 ব্যাটারি প্রযুক্তি ও লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। SE আলট্রা মডেলে রয়েছে ২.৭ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, যা ফুল চার্জে ১৩০-১৪০ কিলোমিটার রেঞ্জ দাবি করে। SE ম্যাক্স মডেলে রয়েছে ৪.২ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি, যা ফুল চার্জে ২০০ কিলোমিটার রেঞ্জ দাবি করে।
SE প্রো মডেলে আবার দুটি ভ্যারিয়েন্ট পাবেন : ১.৭৫ কিলোওয়াট ব্যাটারি, যার ফুল চার্জে রেঞ্জ ৭৫ কিলোমিটার এবং ২.২ কিলোওয়াট ব্যাটারি, যার ফুল চার্জে রেঞ্জ ১০০ কিলোমিটার। আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে, ২.৭ কিলোওয়াট ব্যাটারি, যার রেঞ্জ ১৫০ কিলোমিটার। এটি ফুল চার্জ হতে সময় নেয় ৪-৫ ঘণ্টা।
এই স্কুটারে ওয়্যারলেস কন্ট্রোলার, পার্কিং অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেকশন, মোবাইল চার্জিং, থেফট এলার্ট ইত্যাদি ফিচার্স রয়েছে। টপ মডেল এসই ম্যাক্স স্কুটারে রয়েছে টিএফটি ডিসপ্লে, এলইডি লাইটিং ইত্যাদি। আল্ট্রা ও ম্যাক্স স্কুটারের সর্বোচ্চ গতি ৭০ ও ৮০ কিমি প্রতি ঘণ্টা।