ভারতের বৃহত্তম যাত্রী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের প্রতিটি চার চাকার দাম বাড়ানোর ঘোষণা করল। পয়লা ফেব্রুয়ারি থেকে ভ্যারিয়েন্ট ও মডেল অনুযায়ী ৩২,৫০০ টাকা পর্যন্ত দাম বাড়বে। এদিন শেয়ার মার্কেটকে মারুতি জানিয়েছে, তারা ক্রমবর্ধমান ইনপুট খরচ এবং পরিচালন ব্যয়ের কারণে, ১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ফেব্রুয়ারি থেকে দামি হচ্ছে মারুতির গাড়ি
কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে যে, মারুতি যতটাসম্ভব ক্রেতাদের উপর চাপ কমাতে বদ্ধপরিকর। কিন্তু পরিস্থিতি সামাল দিতে বর্ধিত খরচের কিছুটা অংশ তারা গ্রাহকদের সঙ্গে ভাগ করে নিতে বাধ্য হচ্ছে। ফেব্রুয়ারি থেকে কোম্পানির জনপ্রিয় হ্যাচব্যাক তথা ছোট গাড়ি Celerio-এর এক্স-শোরুম দাম ৩২,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে, যেখানে প্রিমিয়াম মডেল lnvicto-এর দাম ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে।
মারুতি সুজুকির অন্যতম বেস্ট সেলিং গাড়ি Wagon R কিনতে ১৫,০০০ টাকা অতিরিক্ত খরচ হবে ক্রেতাদের। Swift মডেলটির দাম ৫,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। আবার Brezza এবং Grand Vitara-র মতো SUV মডেলগুলির দাম যথাক্রমে ২০,০০০ টাকা ও ২৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। মারুতির সবথেকে সস্তা গাড়ি Alto K10-এর দামও ১ ফেব্রুয়ারি থেকে ১৯,৫০০ টাকা বাড়ছে।
সংস্থার আরেকটি জনপ্রিয় এন্ট্রি লেভেল গাড়ি S-Presso কিনতে ৫,০০০ টাকা বেশি খরচ হবে। সবশেষে, প্রিমিয়াম কম্প্যাক্ট মডেল Baleno, কম্প্যাক্ট এসইউভি Fronx, ও কম্প্যাক্ট সেডান Dzire-এর দাম ১০,০০০ টাকা পর্যন্ত বাড়ছে। উল্লেখ্য, মারুতি ভারতে বিভিন্ন প্রাইস রেঞ্জে গাড়ি অফার করে। তাদের কাছে যেমন ৩.৯৯ লক্ষ টাকার Alto K10 রয়েছে, তেমনই ২৮.৯২ লক্ষ টাকার Invicto বর্তমান।