বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার Diplos Max, যা লঞ্চ করেছে Numeros Motors। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫ ইভেন্টে স্কুটারটি আনুষ্ঠানিক ভাবে হাজির করেছে কোম্পানি। ইলেকট্রিক স্কুটারের দাম ১,০৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। পাশাপাশি দেশের প্রথম বাইক-স্কুটার ক্রসওভার প্ল্যাটফর্মের ঘোষণা করেছে কোম্পানি।
এই Diplos Max স্কুটারকে একটি বহুমুখী টু হুইলার হিসাবে দাবি করেছে কোম্পানি। বিভিন্ন ধরনের রাস্তায় এটি পরীক্ষা করা হয়েছে। লক্ষ লক্ষ কিলোমিটার টেস্টিং সম্পন্ন হওয়ার পর স্কুটারটি বাজারে হাজির করেছে কোম্পানি। এতে রয়েছে দ্রুত চার্জিং প্রযুক্তি, যা ৩-৪ ঘণ্টার মধ্যে ফুল চার্জ করতে পারে। ইলেকট্রিক স্কুটারেটি এক চার্জে ১৪০ কিলোমিটার (সার্টিফায়েড রেঞ্জ) পর্যন্ত চলতে সক্ষম।
বর্তমান টু হুইলারগুলির মতো এতে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক, থেফট এলার্ট (চুরি আটকানোর জন্য) এবং জিও ফেনসিং। দীর্ঘদিন যাতে চালানো যায় তার জন্য রয়েছে মজবুত চেসিস। স্কুটারের সর্বোচ্চ গতি ৬৩ কিমি প্রতি ঘণ্টা। অন্যদিকে, কোম্পানিটি আসন্ন Numeros01 প্ল্যাটফর্মটিও উন্মোচন করেছে। যা তরুণ প্রজন্মের জন্য তৈরি একটি স্পোর্টি ই-স্কুটার।
কোম্পানির দাবি, ক্রসওভারটি একটি স্কুটারের সুবিধার সাথে একটি মোটরসাইকেলের স্থায়িত্বকে একত্রিত করে। উন্নত যাত্রার জন্য বড় ১৬ ইঞ্চি টায়ার রয়েছে এতে। লাল, নীল এবং সাদা রঙে রঙে পাওয়া যাবে। এটি স্টাইল, কর্মক্ষমতা এবং সংযোগের নিখুঁত মিশ্রণের সাথে শহুরে যাতায়াতের প্রতিশ্রুতি দেয়।
ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ লঞ্চ সম্পর্কে নিউমেরোস মোটরসের প্রতিষ্ঠাতা ও সিইও শ্রেয়স শিবুলাল বলেন, “ভারতে তৈরি নিরাপদ, নির্ভরযোগ্য এবং টেকসই গাড়ি সরবরাহের মাধ্যমে আমরা আমাদের ব্যবহারকারীদের বিভিন্ন চাহিদা পূরণের লক্ষ্য রাখছি।”