২০২২ সালের অগাস্ট নাগাদ লঞ্চ হয়েছিল কোম্পানির সবথেকে সস্তা ৩৫০ সিসির বাইক Royal Enfield Hunter। আড়াই বছরের মাথায় সেই বাইকের ৫ লক্ষ ইউনিট বিক্রির মাইলস্টোন স্পর্শ করল কোম্পানি। ভারতের বাজারে দুর্দান্ত সফল এই রোডস্টার বাইক, তবে অন্যান্য দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে হান্টার, যার দরুন আজ এশিয়া, ইউরোপের একাধিক দেশে বিক্রি হচ্ছে এই মোটরসাইকেল।
লঞ্চ হওয়ার ৬ মাসের মধ্যে ১ লাখ এবং ২০২৩ সালের জুলাইয়ে ২ লাখ ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করে হান্টার। এদিন, সেই পরিসংখ্যান স্পর্শ করল ৫ লাখে। হান্টার ৩৫০ এখন কোম্পানির অন্যতম বেস্ট সেলিং মোটরসাইকেল। দেশের বাজারে এটির দাম ১ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু। এটি এখন রয়্যাল এনফিল্ডের সবথেকে সস্তা বাইক।
Royal Enfield Hunter 350 কোন কোন দেশে বিক্রি হয় ?
ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে বিক্রি হয় রয়্যাল এনফিল্ড হান্টার। এটি কোম্পানির অন্যতম সেরা ৩৫০ সিসির মডেল, যার উপস্থিতি এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকাতে রয়েছে।
স্পেসিফিকেশন ও ফিচার্স
হান্টার ৩৫০ রয়্যাল এনফিল্ডের নতুন জে প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। সাম্প্রতিক বছরগুলিতে ব্র্যান্ডের বিক্রি হওয়া সমস্ত নতুন ৩৫০ সিসি মোটরসাইকেলগুলি এই জে প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। হান্টার ৩৫০-এ ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন এবং পাঁচ গতির গিয়ারবক্স বর্তমান।
বাইকটির ইঞ্জিন ২০.২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম এবং সামনের ও পিছনের চাকাতে যথাক্রমে ৩০০ মিমি ও ২৭০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে ট্রিপার নেভিগেশন সিস্টেম সহ সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি লাইটিং উল্লেখযোগ্য।