অটোকার

বিরাট চমক নিয়ে হাজির হল TVS, এই প্রথম স্কুটারে দেখা গেল এমন অবিশ্বাস্য ফিচার

Published on:

tvs-x-nacht-fury-concept-launch-auto-expo-2025

সদ্য সমাপ্ত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে একটি অবিশ্বাস্য ইলেকট্রিক স্কুটারের কনসেপ্ট প্রকাশ করেছে টিভিএস। যার নাম TVS Nacht Fury এডিশন। একাধিক অত্যাধুনিক ফিচার্স রয়েছে নতুন স্কুটারটিতে। শুনলে চমকে যাবেন, স্কুটির পিছনের সিটের জায়গায় রয়েছে একটি ড্রোন সেটআপ। এই প্রথম কোনও স্কুটারে এমন বৈশিষ্ট্য দেখা গেল। চলুন কনসেপ্ট মডেলটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

TVS Nacht Fury এডিশন : ডিজাইন ও ফিচার্স

স্কুটারের সমস্ত বডি প্যানেল, এমনকি ইলেকট্রিক মোটর কভারটিও কার্বন ফাইবার দিয়ে তৈরি। তীক্ষ্ণ এবং আক্রমণাত্মক চেহারার TVS X Nache Fury এডিশনের সাইড প্যানেলেও কার্বন ফাইবার উইংস রয়েছে। এক্সপোজড চ্যাসিস এবং সিঙ্গেল সাইডেড সুইংআর্মটি তৈরি গ্লস কার্বন ফাইবার ফিনিশে।

WhatsApp Community Join Now

TVS X Nacht Fury Edition Design

এটির ব্যাটারি ক্যাপাসিটি এখনও প্রকাশ করা হয়নি। তবে TVS X এর যে রেগুলার ভার্সন রয়েছে, তাতে মজুত ৪.৪৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং সর্বোচ্চ গতি ১০৫ কিমি প্রতি ঘণ্টা। রয়েছে বাইকের মতো সিঙ্গেল চ্যানেল ABS। আশা করা হচ্ছে, এই সমস্ত ফিচার্সগুলি আসন্ন ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে।

টিভিএস এক্স ন্যাচট ফিউরি এডিশন কনসেপ্ট-এ দেখা গিয়েছে, পিছনের সিটটি ড্রোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। এই স্কুটারে ১০.২ ইঞ্চি টিল্ট-অ্যাডজাস্টেবল টিল্ট টাচস্ক্রিন রয়েছে, যা টিভিএস স্মার্টএক্সনেক্ট প্ল্যাটফর্মের সাথে কানেক্টটেড। এছাড়া, টিভিএস ন্যাভপ্রো নামে একটি পূর্ণাঙ্গ নেভিগেশন সিস্টেম, পরিবর্তনযোগ্য থিম, ভিডিয়ো প্লেব্যাক এবং এমনকী গেমের মতো বেশ কয়েকটি উইজেট পাওয়া যাবে।

সেফটির জন্য মিলবে টিভিএস স্মার্টএক্সহিল্ড যা ক্র্যাশ এলার্ট ও ডেডিকেটেড অ্যাসিস্ট্যান্স প্রদান করবে। এই স্কুটারের আন্ডারসিট স্টোরেজ ১৯ লিটার। তবে এটি কনসেপ্ট মডেল হিসাবেই থাকবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সাধারণ ক্রেতাদের জন্য কোম্পানি বাজারে নাও আনতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন