আজ অর্থাৎ ২৬ জানুয়ারি দেশীয় টেক ব্র্যান্ড Lava বিশেষ ছাড়ে প্রো সিরিজের দুর্দান্ত অ্যাকসেসরিজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মাত্র ২৬ টাকায় Pro Watch ZN এবং Pro Buds T24 ইয়ারবাড কিনতে পারবেন ক্রেতারা। ‘রিপাবলিক ডে সেল’-এর কারণে এই অফার পাওয়া যাবে এবং এই অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ থাকবে।
লাভার তরফে জানানো হয়েছে, তাদের বাজেট স্মার্টওয়াচ Lava Pro Watch ZN এবং Pro Buds T24 ইয়ারবাডস এর প্রথম ১০০ ইউনিট বিশেষ ছাড়ে কেনা যাবে। রিপাবলিক ডে সেলের কারণে দুপুর ১২টায় লাভার ই-স্টোর থেকে মাত্র ২৬ টাকায় এই ডিভাইসগুলি অর্ডার করা যাবে। অর্থাৎ ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ডিভাইসের এমআরপির উপর ৭৬ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
কুপন কোড ব্যবহারে ছাড় পাওয়া যাবে
২৬ জানুয়ারি দুপুর ১২টায় লাভার অফিসিয়াল ওয়েবসাইট https://www.lavamobiles.com/ -এ শুরু হবে এই বিশেষ সেল। ক্রেতারা তাদের কার্টে বাজেট স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস কেনার পরে কুপন কোড ‘প্রোওয়াচ’ এবং ‘প্রোবাডস’ এন্টার করতে পারবেন। স্টক থাকলে মাত্র ২৬ টাকায় কেনা যাবে এই গ্যাদেটগুলি।
Lava Pro Watch ZN এর ফিচার
ভ্যালেরিয়ান গ্রে এবং ড্রাগন গ্লাস ব্ল্যাক এই দুটি কালারে লঞ্চ হয়েছে লাভা স্মার্টওয়াচটি। এতে রয়েছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং এটি কর্নিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত। ফুল চার্জে এটি ৭ দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। হেলথ এবং ফিটনেস ফিচারের মধ্যে আছে হার্ট-রেট মনিটর, SpO2 লেভেল ট্র্যাকিং এবং স্লিপ প্যাটার্ন বিশ্লেষণের মতো সুবিধা। আইপি৬৮ রেটেড এই ঘড়ির সাথে দুই বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে।
Lava Pro Buds T24 এর ফিচার
গত বছরের ডিসেম্বরে লঞ্চ হওয়া এই ইয়ারবাডসে ১০ মিলিমিটার ড্রাইভার রয়েছে এবং এতে কোয়াড মাইক ইএনসি (এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন) প্রযুক্তি উপস্থিত। এটিতে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি পাওয়া যাবে এবং ইয়ারবাডসটি ৩৫ এমএস আল্ট্রা লো-ল্যাটেন্সি অফার করে করে। এই ইয়ারবাডস ফুল চার্জে ৪৫ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম দেবে।
জানিয়ে রাখি লাভা প্রোওয়াচ জেডএন এর দাম ২,৫৯৯ টাকা রাখা হয়েছে। ক্রেতারা ১,২৯৯ টাকায় প্রোবাডস টি২৪ ইয়ারবাডস কিনতে পারবেন।