গ্যাজেট

বাড়ি গমগম করবে, বাজারে এল দুর্দান্ত পার্টি স্পিকার, রয়েছে কারাওকে মাইক

Published on:

Portronics Iron Beats III 200W speaker launched in india with karaoke mike price features

Portronics ভারতে তাদের নতুন ওয়্যারলেস স্পিকার লঞ্চ করেছে, যার নাম Portronics Iron Beats III। ডিপ বেস সহ এই স্পিকারটি ২০০ ওয়াট সাউন্ড আউটপুট দেবে। এতে ওয়্যারলেস ইউএইচএফ কারাওকে মাইক সিস্টেম উপস্থিত। এটি ফুল চার্জে ৪ ঘন্টা ব্যাটারি লাইফ দেবে। আসুন নতুন এই স্পিকারের দাম ও ফিচার দেখে নেওয়া যাক।

Portronics Iron Beats III 200W এর ফিচার ও স্পেসিফিকেশন

বাড়িতে বা কোথাও পার্টি করার জন্য আদর্শ পোর্ট্রোনিক্স আয়রন বিটস থ্রি। এটি ২০০ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে। স্পিকারটি ইউএইচএফ কারাওকে মাইক সহ এসেছে। এর ইনবিল্ট ইকো কারাওকে প্রযুক্তি আপনাকে বা আপনার বন্ধুকে পছন্দসই গান গাইতে দেবে। এর সামনের প্যানেলে একাধিক মোড সহ আরজিবি এলইডি লাইট পাওয়া যাবে, যার সবগুলি স্পিকার কন্ট্রোল প্যানেল বা রিমোটের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

WhatsApp Community Join Now

পোর্ট্রোনিক্স আয়রন বিটস থ্রি ফুল চার্জে ৪ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করে এবং ফাস্ট চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকবে। এতে ব্লুটুথ, ইউএসবি, টিএফ কার্ড, অক্স-ইন এবং এফএম রেডিওর মতো বেশ কয়েকটি সাউন্ড স্ট্রিমিং অপশন উপলব্ধ।

Portronics Iron Beats III 200W এর দাম

পোর্ট্রোনিক্স আয়রন বিটস থ্রি এর দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। এটি Portronics.com, Amazon.in, Flipkart.com এবং অন্যান্য অনলাইন এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে। এই স্পিকারটি 12 মাসের ওয়ারেন্টি সহ এসেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন