গাইড

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে Amazfit ভারতে আনল জনপ্রিয় স্মার্টওয়াচের নতুন মডেল

Published on:

Amazfit T-Rex 3 Lava Colour Variant Launched in India

ভ্যালেন্টাইনস ডে-র আগে, Amazfit ভারতীয় বাজারে তাদের জনপ্রিয় স্মার্টওয়াচ, T-Rex 3 এর নতুন Lava রঙের ভ্যারিয়েন্ট লঞ্চ করল। ২০২৩ সালের সেপ্টেম্বরে অনিক্স রঙে এই ওয়াচটি বাজারে এসেছিল। নতুন কালার ভ্যারিয়েন্টটি প্রেম ও অ্যাডভেঞ্চার, এই দুইয়ের সংমিশ্রণ। নতুন কালার ভ্যারিয়েন্টে রয়েছে রাগড ডিজাইন এবং অ্যাডভান্সড ফিচার। এটি এমন ব্যবহারকারীদের জন্য ভালো হবে যারা বাইরে বিভিন্ন ভারী কাজের সাথে যুক্ত এবং ফিটনেস প্রেমী।

Amazfit T-Rex 3 Lava কালার ভ্যারিয়েন্টের দাম

অ্যামেজফিট টি-রেক্স লাভা ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। ওয়াচটি শীঘ্রই অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে।

WhatsApp Community Join Now

Amazfit T-Rex 3 Lava কালার ভ্যারিয়েন্টের ফিচার ও স্পেসিফিকেশন

অ্যামাজফিট টি-রেক্স ৩ লাভা স্মার্টওয়াচে ১.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে আছে। ডিসপ্লেটির সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ২০০০ নিটস। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। এতে হেলথ এবং ফিটনেস পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকটি ফিচার উপস্থিত। এতে হার্ট রেট সেন্সর, SpO2 সেন্সর এবং স্ট্রেস মনিটরিংয়ের পাশাপাশি স্লিপ মনিটরিং সিস্টেম বর্তমান।

অ্যামাজফিট টি-রেক্স ৩ লাভা স্মার্টওয়াচে ১৭৭টিরও বেশি স্পোর্টস মোড আছে। কানেক্টিভিটির জন্য, এটি ব্লুটুথ ৫.২ এবং ওয়াই-ফাইয়ের মতো বিকল্পের সাথে এসেছে। এই স্মার্ট ঘড়িটিতে ৬-স্যাটেলাইট পজিশনিং সিস্টেম সহ ডুয়াল-ব্যান্ড জিপিএস পাওয়া যাবে। ঘড়িটি জেপ ওএস ৪ অপারেটিং সিস্টেমে চলে,

এটি সঠিক অফলাইন নেভিগেশনও অফার করে। কোম্পানির এই ঘড়িটি স্টেইনলেস স্টিলের বেজেল সহ এসেছে। এটি পলিমার ফ্রেম এবং ১০ এটিএম জল প্রতিরোধী রেটিং সহ এসেছে। এর সাথে মিল-এসটিডি-৮১০জি মিলিটারি স্ট্যান্ডার্ড বিল্ড কোয়ালিটি রয়েছে। এই ঘড়িতে দেওয়া হয়েছে ৭০০ এমএএইচ ব্যাটারি। এটি স্বাভাবিক ব্যবহারে ২৭ দিন পর্যন্ত ব্যাকআপ দেয়। আর ব্যাটারি সেভার মোডে ৪০ দিন পর্যন্ত চলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন