সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড (Aadhaar Card) গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এটি শুধু পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসেবেই কাজ করে না, বরং ব্যাংক অ্যাকাউন্ট খোলা, প্যান কার্ড এবং কর্মসংস্থানে নানা প্রক্রিয়ার জন্যও এটি অপরিহার্য। পাশাপাশি এর সাহায্য আপনি লোনও পেতে পারেন।
বিভিন্ন ধরনের ব্যক্তিগত লোন
আধার কার্ডের দ্বারা বিভিন্ন ধরণের ব্যক্তিগত লোনের জন্য আবেদন করা সম্ভব। যার মধ্যে ভ্রমণ, বিবাহ, চিকিৎসা ব্যয়, শিক্ষা এবং ঋণ একত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। ২ লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য আবেদনের ক্ষেত্রে প্রক্রিয়াটি সহজ এবং খুব কম কাগজপত্রের প্রয়োজন হয়।
কী কী নথি লাগবে?
প্যান কার্ড, আয়ের প্রমাণপত্র, গত ৩-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং আয়কর রিটার্ন (স্ব-কর্মসংস্থানকারী ব্যক্তিদের জন্য)। আপনার যোগ্যতা নির্ধারিত হবে আপনার ক্রেডিট স্কোর, আয় এবং ব্যাংক কর্তৃক নির্ধারিত নির্দেশিকা দ্বারা।
লোনের সুদের হার প্রভাবিত হতে পারে আপনার ক্রেডিট স্কোর, আয় এবং ক্রেডিট ইতিহাস দ্বারা। আবেদন জমা দেওয়ার আগে বিভিন্ন ব্যাংক এবং নন-ব্যাংকিং আর্থিক সংস্থাগুলির (NBFC) সুদের হার এবং প্রক্রিয়াকরণ ফি তুলনা করে নিতে পারেন।
আধার কার্ডের মাধ্যমে লোন নেওয়ার সুবিধা
এই লোনগুলি অসুরক্ষিত, অর্থাৎ আপনাকে কোনও সম্পত্তি বন্ধক রাখতে হবে না।
আধার কার্ড নিজেই পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসেবে কাজ করে। অতিরিক্ত নথিপত্রের প্রয়োজন বেশি পড়বে না।
অনলাইন আবেদন করা যাবে, অনুমোদন পাওয়া যাবে এবং অ্যাপ্রুফ হলে সেই টাকা চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে।