মোবাইল

২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোনে ১৭ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, এখানে অফার

Published on:

Amazon mega electronic days sale get discount rupees 17805 on 200mp redmi camera phone

অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে চলছে মেগা ইলেকট্রনিক ডেজ সেল। এই সেল চলাকালীন অনেক ডিভাইস ও স্মার্টফোন লঞ্চের সময়ের চেয়ে খুব সস্তায় অর্ডার করা যাবে। আপনি চাইলে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন সেলের সময় ১৮,০০০ টাকার কম দামে কিনতে পারবেন। আজ্ঞে হ্যাঁ! Redmi Note 13 Pro এখন এত সস্তায় পাওয়া যাচ্ছে।

এই ফোনের ব্যাক প্যানেলে আছে ২০০ মেগাপিক্সেল হাই-রেজো ক্যামেরা সেটআপ এবং ৬৭ ওয়াট টার্বো ফাস্ট ফাস্ট চার্জিং সাপোর্ট। এতে প্রো-গ্রেড ডিজাইন, ডাবল সাইডেড গ্লাস বডি এবং ১.৫ কে অ্যামোলেড ডিসপ্লে উপস্থিত, যার পিক ব্রাইটনেস ১৮০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে।

WhatsApp Community Join Now

Redmi Note 13 Pro কেনা যাবে অনেক সস্তায়

শাওমির স্মার্টফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে ১৭,৮০৫ টাকা ছাড়ে তালিকাভুক্ত হয়েছে। ক্রেতারা রেডমি নোট ১৩ প্রো ৫জি ডিভাইসটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট প্রায় ৪০ শতাংশ ছাড়ে কিনতে পারবেন এবং এই ছাড় স্কারলেট রেড ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

আবার পুরানো ফোন বদলে ক্রেতারা সর্বোচ্চ ১৫,৮৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ছাড়ের মূল্য নির্ভর করবে পুরানো স্মার্টফোনের মডেল এবং এর অবস্থার উপর।

রেডমি নোট ১৩ প্রো ৫জি এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনে ৬.৬৭-ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১৮০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন