Honor এর স্মার্টফোনগুলি এখন ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এই চীনা ব্র্যান্ডটির ফোনগুলিতে মজবুত বিল্ড-কোয়ালিটি এবং ভাল ক্যামেরা পাওয়া যায়। আর এখন অ্যামাজনে গ্রেট রিপাবলিক ডে সেলে অনারের অনেক স্মার্টফোন সস্তায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা বিশেষ অফারে Honor 200, Honor 200 Pro, Honor 200 Lite ও Honor X9b 5G কিনতে পারবেন। আসুন সেলে কোন মডেলটি কত দামে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে Honor স্মার্টফোনে অফার
Honor 200 5G
অনার ২০০ ৫জি এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩৪,৯৯৯ টাকা, তবে এটি অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে ১৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এসবিআই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে ২,০০০ টাকার ব্যাঙ্ক ছাড় পাওয়া যাবে। আবার এর ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩৯,৯৯৯ টাকার পরিবর্তে ২৭,৯৯৯ টাকায় অর্ডার করা যাবে।
Honor 200 Pro 5G
ক্রেতারা মাত্র ৩৪,৯৯৯ টাকায় অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল থেকে এই প্রিমিয়াম ফিচারের স্মার্টফোনটি কিনতে পারবেন। এর সাথে ২২,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ১,০০০ টাকা ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফিচারের কথা বললে অনার ২০০ ৫জি এবং অনার ২০০ প্রো ৫জি উভয় মডেলে AI-চালিত ক্যামেরা সিস্টেম এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫২০০ এমএএইচ ব্যাটারি আছে।
Honor 200 Lite 5G
অনারের ডিভাইসটির দাম ১৯,৯৯৯ টাকা, তবে এটি সেলে ১৭,৯৯৯ টাকায় কেনা যাবে। এসবিআই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় আদায় করে নেওয়া যাবে। এতে আছে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর এবং ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪৫০০ এমএএইচ ব্যাটারি।
Honor X9b 5G
অনারের এই মিডরেঞ্জ ডিভাইসটি স্পেশাল ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে। এসবিআই ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ২৫,৯৯৯ টাকার পরিবর্তে ২৪,৯৯৯ টাকায় নিজের করা যাবে ফোনটি। এটি ভারতের প্রথম আল্ট্রা-বাউন্স অ্যান্টি-ড্রপ কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সাথে আসে স্মার্টফোন এবং এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ বর্তমান।