আইটেল শীঘ্রই ভারতে itel A95 5G নামে একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। লঞ্চের আগে আজ এই ডিভাইসের ফিচার ফাঁস করেছে। জানা গেছে এটি কোম্পানির প্রথম AI ফিচার সমৃদ্ধ স্মার্টফোন হিসেবে আসবে। সেই সঙ্গে ফোনের ব্যাক প্যানেলে থাকবে কালার চেঞ্জিং প্রযুক্তি। আসুন itel A95 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এল।
itel A95 5G ট্রিপল রিয়ার ক্যামেরা ও কালার চেঞ্জিং ব্যাক প্যানেল সহ আসবে
জনপ্রিয় টিপস্টার প্যাশনেট গিকজ আজ আইটেল এ৯৫ ৫জি এর ফিচার ফাঁস করেছে। ফটোগ্রাফির জন্য এর আয়তক্ষেত্রাকার মডিউলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ডিভাইসটির অন্যতম ফিচার হচ্ছে এর কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, যা আইভিসিও (আইটেল ভিভিড কালার) প্রযুক্তিতে তৈরি। এই প্রযুক্তিতে সূর্যের আলোর সংস্পর্শে এলে ফোনের ব্যাক প্যানেল রঙ পরিবর্তন করবে।
itel A95 5G ভারতে দাম (ফাঁস)
আইটেল এ৯৫ ৫জি ডিভাইসটি ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে বলে আশা করা হচ্ছে, যার দাম রাখা হতে পারে ৯,৯৯৯ টাকা। এছাড়াও এর ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টও লঞ্চ হতে পারে।
আইটেল এ৯৫ ৫জি ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)
আইটেল এ৯৫ ৫জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হতে পারে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হতে পারে। এটি ৬ জিবি পর্যন্ত র্যাম ও ৪ জিবি ভার্চুয়াল র্যাম সহ আসতে পারে। ডিভাইসটি ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ক্যামেরার কথা বললে, আইটেল এ৯৫ ৫জি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে। ডিভাইসটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে লঞ্চ হতে পারে। এটি হবে কোম্পানির প্রথম এআই এনাবল ফোন, যেখানে প্রচুর এআই ফিচার থাকবে।