মোবাইল

নতুন Nothing স্মার্টফোনের টিজার প্রকাশ্যে, থাকতে পারে ফাটাফাটি ট্রান্সপারেন্ট ডিজাইন

Published on:

Nothing Phone Transparent Design

স্মার্টফোনে ট্রান্সপ্যারেন্ট ডিজাইন জনপ্রিয় করার পিছনে অন্যতম ভূমিকা নিয়েছে লন্ডন ভিত্তিক স্টার্টআপ নাথিং। সংস্থাটি এবার তাদের সিগনেচার ট্রান্সপারেন্ট প্যানেলের সঙ্গে নতুন ফোনের লঞ্চ টিজ করতে শুরু করল। এটি নার্থিংয়ের সিইও কার্ল পেই-এর ফাঁস হওয়া ইমেইলে উল্লেখ থাকা সেই “ল্যান্ডমার্ক স্মার্টফোন” হবে বলে আশা করা হচ্ছে। এখন সংস্থার তরফে আরেকটি টিজার প্রকাশ হয়েছে, যেখানে ডিজাইন স্কেচ তুলে ধরা হয়েছে।

নতুন Nothing স্মার্টফোনের টিজার প্রকাশ হল

পোস্ট করা সেই নতুন টিজার ইমেজটি নতুন নার্থিং স্মার্টফোনের ডিজাইন স্কেচ বলে অনুমান করা হচ্ছে। ছবিটি ফোনের স্বচ্ছ ব্যাক প্যানেল ডিজাইনকে টিজ করছে ও স্ক্রু সহ অন্যান্য ইন্টারনাল কম্পোনেন্ট দেখানো হয়েছে। তবে ব্যাক প্যানেলের পুরোটা না দেখানোর কারণে এতে নাথিংয়ের সিগনেচার গ্লাইফ লাইট থাকবে কিনা, তা স্পষ্ট নয়।

WhatsApp Community Join Now

টিজার ইমেজ থেকে ডিভাইসটির স্পেসিফিকেশন বা সঠিক পরিচয় নির্ণয় করাও একটু কঠিন। সম্প্রতি, Nothing A059 ও A059P ভারত থেকে BIS-এর সার্টিফিকেশন পেয়েছে। এগুলি যথাক্রমে Nothing Phone (3a) এবং Phone (3a) Plus নামে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। দুই ফোনের সাংকেতিক নাম ‘অ্যাস্টেরয়েড’ এবং ‘অ্যাস্টেরয়েড প্লাস’ বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কোম্পানির সিইও-র থেকে ফাঁস হওয়া ইমেইল থেকে জানা গিয়েছিল যে, Nothing Phone (3) এই বছর আত্মপ্রকাশ করবে। এটি ইউজার ইন্টারফেসে “ব্রেকথ্রু ইনোভেশন” প্রবর্তন করবে ও একটি AI চালিত প্ল্যাটফর্মের দিকে প্রথম পদক্ষেপ নেবে বলে দাবি করা হয়েছিল। ল্যান্ডমার্ক ফোনটি চলতি বছরের প্রথমার্ধে লঞ্চ হবে। তবে টিজারে দেখানো ফোনটি Nothing Phone (3) হওয়ার সম্ভাবনা খুব কম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন