মোবাইল

ভারতীয় ক্রেতাদের জন্য খারাপ সংবাদ, Poco F7 Pro ও F7 Ultra এদেশে নাও আসতে পারে

Published on:

poco-f7-pro-and-f7-ultra-india-launch-update

চাইনিজ ব্র্যান্ড পোকোর পরবর্তী ফ্ল্যাগশিপ কিলার হিসাবে বাজারে আসতে চলেছে Poco F7 সিরিজ। এই লাইনআপে —Poco F7, Poco F7 Pro, এবং Poco F7 Ultra নামে তিনটি মডেল লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ফোনগুলি ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে, যা খুব তাড়াতাড়ি লঞ্চের প্রতি ইঙ্গিত দিচ্ছে। তবে Poco F7 সিরিজের সবকটি মডেল ভারতের বাজারে নাও আসতে পারে।

টিপস্টার যোগেশ ব্রার তার এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে একটি পোস্টে দাবি করেছেন, Poco F7 Pro এবং Poco F7 Ultra এই বছর ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা খুব কম। পোকোর “উচ্চাভিলাষী” পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে এটির অর্থ ঠিক কী তা স্পষ্ট নয়। যদি খবর সত্যি হয়, তাহলে শুধু বেস মডেল, অর্থাৎ Poco F7 ভারতে পা রাখবে।

WhatsApp Community Join Now

উল্লেখ্য, Poco F7 ইতিমধ্যেই ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এবং সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে। এটি Redmi Turbo 4 ফোনটির রিব্র্যান্ডেড সংস্করণ বলেও জল্পনা শোনা যাচ্ছে, যা সম্প্রতি চীনে আত্মপ্রকাশ করেছে। Pro এবং Ultra ভারতে না এলেও গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা যায়।

Poco F7 কেমন স্পেসিফিকেশন অফার করে

রেডমি টার্বো ৪-এর রিব্র্যান্ডেড ভার্সন হলে পোকো এফ৭ স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, এইচডিআর+ সাপোর্ট সহ ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা প্রসেসর, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং, ও ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন