মোবাইল

সেল শুরু হল Poco X7 5G সিরিজের, ২০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনার সুযোগ

Updated on:

Poco X7 5g x7 pro series go on sale starts via Flipkart with rs 2000 bank offer

পোকোর লেটেস্ট স্মার্টফোন সিরিজ Poco X7 এর আজ থেকে সেল শুরু হল। ক্রেতারা আকর্ষণীয় লঞ্চ অফারে ডিভাইসগুলি কিনতে পারবেন। উল্লেখ্য, এই সিরিজের অধীনে দুটি ডিভাইস এসেছে – Poco X7 5G এবং Poco X7 Pro 5G। উভয় ফোন আপনি ব্যাঙ্ক অফার সহ কিনতে পারবেন। নতুন দুই পোকো স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে।

Poco X7 5G ও Poco X7 Pro 5G প্রথম সেলে ২,০০০ টাকা ছাড়ে

পোকো এক্স৭ ৫জি এর দাম শুরু হয়েছে ১৯,৯৯৯ টাকা। এই মূল্য ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এর টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। প্রথম সেলে যেকোনো ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

পোকো এক্স৭ প্রো ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। এই ডিভাইসের সাথে ২,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।

Poco X7 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এক্স৭ ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সহ ৬.৬৭-ইঞ্চি কার্ভড অ্যামোলেড 3D ডিসপ্লে আছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৬০০ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল তৃতীয় সেন্সর। সেলফি ও ভিডিও কলের পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ডিভাইসে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Poco X7 Pro 5G এর স্পেসিফিকেশন

পোকো এক্স৭ প্রো ৫জি স্মার্টফোনের সামনে ৬.৭৩-ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৬০০ প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। আর সামনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন