বাজেট কম থাকলে অনেকে মনে করেন ভালো বা অ্যাডভান্স ফিচার থেকে বঞ্চিত হতে হয়। কিন্তু, এই ধারণা ভুল। বর্তমানে, ৩০ হাজার টাকা রেঞ্জের মধ্যেও একাধিক সেরা ফোন পাওয়া যায়, যেখানে প্রিমিয়াম ফিচার ও ডিজাইন অফার করছে কোম্পানিগুলি। এর মধ্যে উল্লেখযোগ্য Realme Pro 14+ এবং OnePlus Nord 4। কিন্তু এই দুই ফোনের মধ্যে ফিচারের বিচারে সেরা কোনটা? আসুন তুলনা দেখে নেওয়া যাক।
Realme 14 Pro+ বনাম OnePlus Nord 4 : দাম
রিয়েলমি ১৪ প্রো প্লাস এর ৮ জিবি ও ১২৮ জিবি মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড ৪ এর ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ভারতে দুই ফোনের দামে কোনো তফাৎ নেই।
ডিজাইন ও ডিসপ্লে
রিয়েলমি ১৪ প্রো প্লাস বিশ্বের প্রথম স্মার্টফোন, যেখানে রঙ পরিবর্তনকারী ব্যাক প্যানেল পাওয়া যাবে। এই ফোনের ডিসপ্লে ৬.৮৩ ইঞ্চি অ্যামোলেড, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট করে। অপরদিকে, ওয়ানপ্লাস নর্ড ৪ মডেলে উপস্থিত সম্পূর্ণ মেটাল বডি, ৬.৭৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৫০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস।
ব্যাটারি ও পারফরম্যান্স
রিয়েলমির ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর, যা ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সাপোর্ট করে। এটির ব্যাটারি ক্যাপাসিটি ৬,০০০ এমএএইচ, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাসের ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর প্রসেসর, যা ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরা
রিয়েলমি ১৪ প্রো প্লাস মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা আছে। অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড ৪ ডিভাইসে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা।