মোবাইল

২০০০ টাকা ডিসকাউন্ট, রেডমির ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন সবচেয়ে সস্তায়

Published on:

Redmi 13c 5g with 108 megapixel camera available under rs 12000 in Flipkart sale 2025

বাজেট রেঞ্জের রেডমির ফোনগুলি বাজারে ব্যাপক জনপ্রিয়। এমত পরিস্থিতিতে আপনি যদি ১২,০০০ টাকার কমে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন কিনতে চান তাহলে ব্র্যান্ডের একটি ডিভাইস বেছে নিতে পারেন। এর নাম Redmi 13C 5G টাকা। শাওমির সাইট mi.com থেকে ২০০০ টাকা ছাড়ে এটি কেনা যাবে। চলুন রেডমি ১৩সি ৫জি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Redmi 13C 5G এর সাথে আকর্ষণীয় অফার

শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে রেডমি ১৩সি ৫জি ফোনটি ১১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্য ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের। এই ভ্যারিয়েন্ট ১৩,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। অর্থাৎ অফারে এখন এটি ২,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এর সাথে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

রেডমি ১৩সি ৫জি এর ফিচার ও স্পেসিফিকেশন

রেডমি ১৩সি ৫জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন, ৬০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৭৪-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে রয়েছে ৫০৩০ এমএএইচ ব্যাটারি।

রেডমি ১৩সি ৫জি ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪ র‌্যাম এবং ২৫৬ ইউএফএস ২.২ স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে এক্সটেন্ডেবল র‌্যাম সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং আরেকটি লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন