মোবাইল

৩০ হাজার টাকা ডিসকাউন্টে Motorola-র এই স্টাইলিস স্মার্টফোন, এখানে রয়েছে দুর্দান্ত অফার

Published on:

Motorola Razr 50 Ultra Discount

মোটোরোলার ফোন কিনতে চাইলে সুখবর। সংস্থাটি তাদের লেটেস্ট ক্ল্যামশেল স্টাইলের ফোল্ডেবল ফোনকে এখন ২০,০০০ টাকা সস্তায় কেনার সুযোগ দিচ্ছে। এই ডিভাইসের নাম Motorola Razr 50 Ultra। এটি গত বছর ভারতে লঞ্চ হয়েছিল। এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট, ১২ জিবি র‌্যাম, দুটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Motorola Razr 50 Ultra এর নতুন দাম

মোটোরোলা রেজর ৬০ আল্ট্রা ফোল্ডেবল ফোনটি ৯৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু এখন এই ফোনের দাম ২০ হাজার টাকা কমানো হয়েছে। দাম কমার পর এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৭৯,৯৯৯ টাকায় কেনা যাবে। অন্যদিকে রিলায়েন্স ডিজিটাল থেকে এই ডিভাইসটি কিনলে ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। এর পরে আপনি ফোনটি ৬৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

WhatsApp Community Join Now

এই ফোনের পাশাপাশি, কোম্পানি বক্সে ৯,৯৯৯ টাকার Moto Buds+ বিনামূল্যে অফার করছে। আগ্রহী ক্রেতারা রিলায়েন্স ডিজিটালের অফলাইন রিটেল স্টোর এবং অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে এই ফোল্ডেবল ফোনটি কিনতে পারবেন।

ব্যাঙ্ক ডিসকাউন্টের কথা বললে, ফেডারেল ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা কার্ডহোল্ডাররা রিলায়েন্স ডিজিটাল ইন্ডিয়ার সেলে অতিরিক্ত ২,৫০০ টাকার ছাড়ের সুবিধা পাবেন। এই অফার ২৬ জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে

Motorola Razr 50 Ultra এর ফিচার

মোটোরোলার এই ফোনে আছে ৬.৯ ইঞ্চি এলটিপিও পোলেড প্রাইমারি স্ক্রিন, যা ৩০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস ও ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে আজে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যা OIS সাপোর্ট করে। দ্বিতীয় ক্যামেরা হল ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই মোটোরোলা ফোনে ৪০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং, ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন