Samsung Galaxy S25 লাইনআপ সদ্য বাজারে এসেছে। এটি সংস্থার ফ্ল্যাগশিপ ফোন৷ বলাবাহুল্য, দাম বেশি হওয়ার কারণে আমজনতার সাধ্যের বাইরে। তবে, এখন Galaxy A, F, এবং M সিরিজের অধীনে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। জল্পনা বাড়িয়ে Galaxy A06 5G, Galaxy F06 5G, Galaxy F16 5G, এবং Galaxy M16 5G-এর সাপোর্ট পেজ সংস্থার ভারতীয় ওয়েবসাইটে লাইভ হয়েছে। অর্থাৎ এই ফোনগুলি খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে।
স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের সাপোর্ট পেজে চারটি নতুন স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে। সেই মডেল নম্বরের মধ্যে রয়েছে SM-A066B/DS, SM-E066B/DS, SM-E166P/DS, ও SM-M166P/DS। পূর্বে ব্লুটুথ SIG লিস্টিং নিশ্চিত করেছিল যে, SM-A066B/DS এবং SM-E066B/DS যথাক্রমে Galaxy A06 5G ও Galaxy F06 5G নামে বাজারে আসবে।
অন্যদিকে, SM-E166P/DS এবং SM-M166P/DS মডেল নম্বর দুটি Galaxy F16 5G ও Galaxy M16 5G-এর বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রতিটি মডেল ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। তবে বিআইএস হোক বা স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজ, ফোনগুলির স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু প্রকাশ করেনি।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, Samsung Galaxy A06 5G এবং Galaxy F06 5G প্রায় একই স্পেসিফিকেশন অফার করবে। দুই ফোনে ৬.৭ ইঞ্চি এলসিডি স্ক্রিন, ৫০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ একটি 5,000 এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
এছাড়া, Galaxy F16 5G এবং Galaxy M16 5G আসলে Galaxy A16 5G-এর রিব্র্যান্ড ভার্সন হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে দুই ফোনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, একটি ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।