Samsung ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ঘোষণা করেছে যে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক স্টেবল One UI 7 আপডেট শীঘ্রই গ্যালাক্সি স্মার্টফোনের জন্য উপলব্ধ হবে। গতবছরের ডিসেম্বরে Galaxy S24 সিরিজের জন্য One UI 7 বিটা আপডেট রোল আউট করেছিল স্যামসাং। সমস্ত পরীক্ষা শেষ হওয়ার পর এবার স্টেবল আপডেট আসছে। কোন স্মার্টফোনে নতুন আপডেট আসবে এবং কী কী বিশেষ ফিচার পাওয়া যাবে আসুন জেনে নেওয়া যাক।
Samsung One UI 7 স্টেবল আপডেট
স্যামসাংয়ের শেয়ার করা প্রেস রিলিজে বলা হয়েছে যে আসন্ন গ্যালাক্সি এস সিরিজের ডিভাইসগুলিতে ওয়ান ইউআই ৭ কাস্টম অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। স্যামসাং আজ ভারতসহ বিশ্বের বাজারের জন্য গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোন লঞ্চ করা হবে।
এই স্মার্টফোনগুলি প্রথমে স্টেবল আপডেট আসবে
গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে। এই সিরিজে Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra স্মার্টফোনগুলি অন্তর্ভুক্ত থাকবে। আর সমস্ত ডিভাইস অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।
স্যামসাং এর আগে নিশ্চিত করেছিল যে এলিজিবল গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোনগুলি ২০২৫ সালের প্রথম কোয়ার্টারের শেষের দিকে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পাবে। আপডেটের টাইমলাইন লঞ্চ ইভেন্টে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
Samsung One UI 7 ওএসে থাকবে এআই ফিচার
ওয়ান ইউআই ৭ ভার্সনে থেফট প্রোটেকশন ফিচার থাকবে। নতুন আপডেট পাওয়ার পর গ্যালাক্সি স্মার্টফোনে থেফট ডিটেকশন লক, অফলাইন ডিভাইস লক, রিমোট লক এবং আইডেন্টিটি চেকের মতো ফিচার সাপোর্ট করবে।
এছাড়া ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে স্যামসাং এআই এজেন্ট এবং মাল্টিমোডাল ফিচার পাওয়া যাবে। অন্যান্য ফিচারের মধ্যে থাকবে ডেটা ইঞ্জিন, উন্নত নক্স ভল্ট, এআই প্রম্পট ইত্যাদি।