মোবাইল

Samsung Galaxy S25 Ultra নাকি Apple iPhone 16 Pro Max : ফিচারের টক্করে সেরা কোন মোবাইল?

Published on:

Samsung Galaxy S25 Ultra vs Apple iPhone 16 Pro Max Comparison

সদ্য লঞ্চ হয়েছে Samsung Galaxy S25 সিরিজ। এই সিরিজের টপ মডেল S25 Ultra, যার সঙ্গে তুলনা করা হচ্ছে গত বছর লঞ্চ হওয়া iPhone 16 সিরিজের টপ মডেল iPhone 16 Pro Max এর সঙ্গে। দুটি ফোনেই রয়েছে একাধিক উন্নত মানের ফিচার। নিজে নিজ জায়গায় উভয় মডেলই সেরা। তবে দিনে শেষে সামগ্রিক ফিচারের নিরিখে কোন মডেল সেরা? চলুন তুলনা দেখে নেওয়া যাক।

Samsung Galaxy S25 Ultra বনাম Apple iPhone 16 Pro Max : ভারতে দাম

Samsung Galaxy S25 Ultra এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,২৯,৯৯৯ টাকা। ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৪৯,৯৯৯ টাকা। আর ১ টিবি ভ্যারিয়েন্টের দাম ১,৬৫,৯৯৯ টাকা। অন্যদিকে, iPhone 16 Pro Max এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৪৪,৯৯০ টাকা। ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৬৪,৯৯০ টাকা এবং ১ টিবি ভ্যারিয়েন্টের দাম ১,৮৪,৯৯০ টাকা।

WhatsApp Community Join Now

ডিসপ্লে ও ব্যাটারি

Samsung Galaxy S25 Ultra মডেলে রয়েছে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে। যা গত সিরিজের আল্ট্রা মডেলে ছিল ৬.৮ ইঞ্চি। এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০mAh। ফোনের ওজন ২১৮ গ্রাম। অপরদিকে, iPhone 16 Pro Max মডেলে ডিসপ্লে রয়েছে একই ৬.৯ ইঞ্চি। এটির ব্যাটারি ক্যাপাসিটি ৪,৬৭৬mAh।

ক্যামেরা ও পারফরম্যান্স

স্যামসাংয়ের ফোনে ক্যামেরা মিলবে ২০০ মেগালিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। অতিরিক্ত ভাবে রয়েছে ৫০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা (৫x জুম) ও ১০ মেগাপিক্সেল সেকেন্ডারি টেলিফোটো ক্যামেরা। সামনে রয়েছে ১০ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে রয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং অ্যাডভান্স APU।

আইফোনের টপ মডেলে রয়েছে ট্রিপল-ক্যামেরা সিস্টেম। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ফিউশন ক্যামেরা, একটি দ্বিতীয় প্রজন্মের কোয়াড-পিক্সেল সেন্সর, ক্যামেরাটি ৪কে ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করে। এছাড়াও রয়েছে ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৫x অপটিক্যাল জুম এবং ১২০ মিমি ফোকাল লেন্থ-সহ একটি ১২-মেগাপিক্সেল টেলিফটো লেন্স। ফোনের রয়েছে অ্যাপলের সর্বশেষ এ১৮ বায়োনিক প্রসেসর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন