মোবাইল

৬ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন, পাবেন ৮ জিবি র‌্যাম

Published on:

Under 6000 rupees Smartphone with 8gb ram Available in Flipkart Amazon

আপনি যদি এন্ট্রি-লেভেল সেগমেন্টে নতুন কোনো ফোন কিনতে চান, তবে অ্যামাজন এবং ফ্লিপকার্টে ঢুঁ মারতে পারেন। এই দুই ই-কমার্স সাইটে সবসময় অফার পাওয়া যায়। এই প্রতিবেদনে আমরা ৬ হাজার টাকারও কম দামে বিক্রি হওয়া স্মার্টফোনের বিষয়ে বলবো। ডিভাইসগুলিতে পাওয়া যাবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম, অত্যাধুনিক ক্যামেরা এবং মেমোরি ফিউশন প্রযুক্তি।

৮ জিবি পর্যন্ত র‌্যামের ফোন কিনুন ৬ হাজার টাকার কম দামে

itel ZENO 10

অ্যামাজন ইন্ডিয়ায় আইটেল জেনো‌ ১০ ফোনের দাম ৫,৬৯৯ টাকা। এই ডিভাইসে মেমোরি ফিউশন সহ ৮ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে। এর মূল ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এই হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

WhatsApp Community Join Now

Poco C61

পোকো সি৬১ এর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটির ডিসপ্লে ৬.৭১ ইঞ্চি।

Motorola E13

মোটোরোলা ই১৩ এর ২ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই ফোনে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

itel Aura 05i

আইটেল অরা ০৫আই এর ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৫,২৯৯ টাকা তালিকাভুক্ত আছে। এই ফোনে ৬.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে পাবেন। এর প্রাইমারি ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি ৪০০০ এমএএইচ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন